মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শালকের জালে বায়ার্নের ৮ গোল

ক্রীড়া ডেস্ক
  ২০ সেপ্টেম্বর ২০২০, ০০:০০
বুন্দেসলিগায় শালকের বিপক্ষে হ্যাটট্রিক করেন সের্গে জিনাব্রি -ওয়েবসাইট

কী অসাধারণ ছন্দেই না গত মৌসুমটা শেষ করেছিল বায়ার্ন মিউনিখ। একের পর এক প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়েছিল তারা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অন্যতম শক্তিশালী দল বার্সেলোনাকেও আট গোলের মালা উপহার দিয়েছিল। চলতি মৌসুমেও সেই আগুন ছন্দ ধরে রেখেছে দলটি। সের্গে জিনাব্রির হ্যাটট্রিকে শালকেকে উড়িয়ে বুন্দেসলিগার শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছে হান্স ফ্লিকের দল।

আলিয়াঞ্জ অ্যারেনায় শুক্রবার জার্মানির শীর্ষ লিগের ২০২০-২১ আসরের উদ্বোধনী ম্যাচটি ৮-০ গোলে জিতেছে বায়ার্ন। বুন্দেসলিগার ইতিহাসে কোনো আসরের প্রথম সপ্তাহে এটাই সবচেয়ে বড় জয়ের রেকর্ড। জিনাব্রির তিন গোল ছাড়া একবার করে জালের দেখা পান রবার্তে লেভানদোভস্কি, লেয়ন গোরেটস্কা, টমাস মুলার, লেরয় সানে ও জামাল মুসিয়ালা।

সব প্রতিযোগিতা মিলে এ নিয়ে টানা ২২ ম্যাচ জিতল বায়ার্ন। আর ৩১ ম্যাচ ধরে অপরাজিত। সবশেষ গত বছরের ৭ ডিসেম্বরে বরুসিয়া মগস্নডবাখের মাঠে হেরেছিল গত মৌসুমের ট্রেবল জয়ীরা। এ দিন রাতের ম্যাচে আরও বড় ব্যবধানে জিততে পারতো। বেশ কিছু দারুণ সেভ করেছেন শালকে গোলরক্ষক লার্ফ ফাহরমান। শুক্রবার বায়ার্নের সাবেক 'মিডফিল্ড জেনারেল' থিয়াগো আলকান্তারা লিভারপুলে সাইন করলেন বিকালে। আর সন্ধ্যায় আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন করলো গোল-উৎসব। 'ট্রেবল' জয়ের অন্যতম নায়ক থিয়াগো নেই, থোড়াই কেয়ার! ঝলসে উঠলেন সের্গে জিনাব্রি ও লেরয় সানে। জিনাব্রি করেছেন হ্যাটট্রিক, দুটি গোলে সহায়তার পাশাপাশি

একটি গোল করে বায়ার্ন-অভিষেক

রাঙিয়েছেন লেরয় সানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<112627 and publish = 1 order by id desc limit 3' at line 1