কাতার বিশ্বকাপ-২০২২ বাছাই পর্ব

আর্জেন্টিনা দলে মেসি নেই আগুয়েরো ডি মারিয়া

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
গত বছরের নভেম্বর থেকে আন্তর্জাতিক ফুটবলের বাইরে আর্জেন্টিনা। দীর্ঘ অপেক্ষা শেষে আগামী মাসে মাঠে নামতে যাচ্ছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মিশন ২০২২ কাতার বিশ্বকাপের বাছাই পর্ব। আলবিসেলেস্তেরা শুরুটা করবে ইকুয়েডরের বিপক্ষে, এরপর রয়েছে বলিভিয়ার বিপক্ষে ম্যাচ। এই দুটি খেলা সামনে রেখে ঘোষিত ৩০ জনের প্রাথমিক দলের মূল আকর্ষণ লিওনেল মেসি। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় বিশ্বকাপ বাছাইয়ে খেলতে আর কোনো বাধা নেই বার্সেলোনা অধিনায়কের। তবে এই দলে জায়গা হয়নি অ্যাঞ্জেল ডি মারিয়া ও সার্জিও আগুয়েরোর। মেসি দলে থাকলেও জায়গা হয়নি সার্জিও আগুয়েরো ও ডি মারিয়ার। আগুয়েরো অবশ্য হাঁটুর চোটে দুই মাস ছিটকে গেছেন মাঠের বাইরে। আর্জেন্টিনা দল : গোলরক্ষক : অগাস্তিন মার্চেসিন, এমিলিয়ানো মার্তিনেজ, হুয়ান মুসো; ডিফেন্ডার :মার্কোস আকুনা, লিওনার্দো বালের্দি, হুয়ান ফয়েথ, ওয়াল্টার কানেমান, ফাকুন্দো মেদিনা, নিকোলাস ওটামেন্দি, নেহুয়েন পেরেজ, জের্মান পেজ্জেয়া, রেঞ্জো সারাভিয়া, নিকোলাস তাগিয়াফিকো; মিডফিল্ডার : হোয়াকিন কোরেয়া, রোদ্রিগো ডি পল, নিকোলাস দমিঙ্গেস, আলেহান্দ্রো গোমেজ, জিওভানি লো সেলসো, আলেক্সিস মার্ক আলিস্টার, লুকাস ওকাম্পোস, এসকিয়েল পালাসিয়োস, লিয়ান্দ্রো পারেদেস, গুইদো রোদ্রিগেজ; ফরোয়ার্ড : লুকাস আলারিও, পাউলো দিবালা, লাউতারো মার্তিনেজ, লিওনেল মেসি, ক্রিস্টিয়ান পাভোন, জিওভানি সিমিওনি ও নিকোলাস গনসালেস।