মেসির সঙ্গে বিরোধ চান না বার্তোমেউ

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার ঘোষণায় যে ব্যক্তিটি সবচেয়ে বেশি সমালোচিত, তিনি ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। তবে পরিস্থিতি শান্ত হওয়ায় এখন বুঝেশুনেই পা ফেলতে চাইছেন বার্সা সভাপতি। তাই এখন আর কোনো ধরনের ঝামেলায় জড়াতে চান না। বার্সার প্রাণভোমরা মেসির সঙ্গে শান্তি বজায় রেখেই চলার পণ করেছেন বার্তোমেউ। এমনকি মেসির সঙ্গে কোনো ধরনের বিরোধে জড়াতে চান না তিনি। তার আশা, কাতালান ক্লাবটিতেই ক্যারিয়ারের ইতি টানবেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। কাতালান টেলিভিশন চ্যানেল টিভি থ্রি কে দেওয়া সাক্ষাৎকারে বার্তোমেউ বলেছেন, 'ক্লাব সভাপতি হিসেবে আমি মেসির সঙ্গে কোনো ধরনের দ্বন্দ্বে জড়াব না। মেসি আমাদের অধিনায়ক, নেতা। যা হওয়ার হয়ে গেছে। তবে বিশ্বের সেরা খেলোয়াড়কে আমি এভাবে যেতে দিতে পারি না। এই ক্লাবের তাকে খুবই প্রয়োজন। আর সবকিছু ঘরোয়াভাবেই আলোচনার প্রয়োজন আছে। একই সঙ্গে নিজের দল, খেলোয়াড়দেরও সমর্থনের প্রয়োজন।' মেসি এই মৌসুম থেকে গেলেও বার্তোমেউ এখনো মনে করেন মেসি বার্সেলোনাতেই অবসর নেবেন, 'আমাদের নিজেদেরই অভিনন্দন জানানো প্রয়োজন এই জন্য যে, মেসি এখনো আমাদের সঙ্গে আছে। সে কোম্যানের কাজে খুবই মুগ্ধ। সবচেয়ে বেশি ?গুরুত্বপূর্ণ হলো, মেসি বার্সার জন্যই খেলে। তাই আমরা চাইব ও যেন বার্সাতেই অবসর নেয়।' মেসি ইসু্যতে পরিস্থিতি শান্ত হয়ে গেলেও অন্য ইসু্যতে বিপদের মধ্যেই আছেন বার্তোমেউ। বার্সাকে ধ্বংস করে দেওয়ার অভিযোগ তুলে তার বিরুদ্ধে অনাস্থা ভোটের জন্য পর্যাপ্ত সইসমেত আবেদন জমা পড়েছে।