নিশ্চিত হয়নি টাইগারদের শ্রীলংকা সফর

ব্যাটিং কোচ ছাড়াই যেতে হবে মুমিনুলদের

প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
গতকাল সোমবার পর্যন্ত শ্রীলংকা সফর নিশ্চিত না হলেও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় দলের ক্রিকেটাররা অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন -বিসিবি
বাংলাদেশের শ্রীলংকা সফর এখনো নিশ্চিত হয়নি। তবে এই সফর দিয়েই ক্রিকেটে ফেরার পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। সেভাবেই প্রস্তুতি চলছে। তবে সফর নিয়ে সঠিক করে কোনোকিছুই জানাতে পারলেন না জাতীয় দল পরিচালনা এবং তত্ত্বাবধানের দায়িত্বে থাকা ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান। সোমবার দুপুর গড়িয়ে বিকাল নামতেও কোয়ারেন্টিন ইসু্যতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো প্রস্তাবের জবাব আসেনি। মানে লংকান বোর্ড এখনো কোনোকিছুই জানায়নি। অনিশ্চয়তা কাটিয়ে টেস্ট সিরিজ নিশ্চিত হলেও ব্যাটিং কোচ হিসেবে কাউকে পাবে কি না বাংলাদেশ দল সেটি নিয়ে রয়েছে শঙ্কা। বিসিবির নীতিনির্ধারক পর্যায়ের একজন পরিচালক জানিয়েছেন, এখনই ব্যাটিং কোচ নিয়োগের ভাবনা নেই তাদের। হেড কোচ রাসেল ডমিঙ্গোকে বাড়তি দায়িত্ব দিয়ে পাঠানো হতে পারে লংকায়। তিন ম্যাচ টেস্ট সিরিজ খেলতে আগামী ২৭ সেপ্টেম্বর শ্রীলংকা রওনা হওয়ার কথা টাইগারদের। জাতীয় দল পরিচালনা এবং তত্ত্বাবধানের দায়িত্বে থাকা ক্রিকেট অপারেশন্স কমিটি প্রধান আকরাম খান বলেন, 'আসলে আমরা এখন যা যা করছি, তা তো আগে থেকেই ঠিক করা। সফর হবে ধরে নিয়েই এসব পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আমরা কবে যাব, কবে কখন অনুশীলন শুরু হবে, কোয়ারেন্টিন টেস্ট কবে হবে, ক্রিকেটাররা কোথায় থাকবে- সবকিছুই একটা ছক কষে তৈরি করা।' আকরাম খান যোগ করেন, 'এখন আমরা সফর হবে ধরেই আগাচ্ছি। তবে এটা স্বীকার করতে দ্বিধা নেই যে সফর এখনো অনিশ্চিত। লংকানরা আমাদের আজ পর্যন্ত কোনোই জবাব দেয়নি। আমরা পত্রপত্রিকায় পড়ছি। কিন্তু খোদ লংকান বোর্ড থেকে আমাদের কোনোকিছুই জানানো হয়নি। তারা আমাদের দাবি মেনে নিয়েছে বা নিবে কি না, তাও জানি না।' সফরের নিশ্চয়তা সম্পর্কে আকরাম বলেন, 'আসলে আমরা আমাদের প্রস্তুতিটুকু নিয়ে রাখছি। সফর হলে যাতে আর কোনো সমস্যা না হয়। যথাসময়ে দল শ্রীলংকা যেতে পারে, তার আগের যা যা করণীয়, তা করা হচ্ছে। এখন সফর না হলে আর কি করা! তখন আমরা বিকল্প বেছে নেব। হয়তো ঘরোয়া ক্রিকেট চালুর কথা ভাবব। এখন আমরা যা করছি তা সফর হবে ধরেই। আর অর্থ খরচ নিয়ে ভাবছি না। এটা তো আমাদের পরিকল্পনায়ই ছিল। আমরা ক্রিকেটারদের সবভাবে প্রস্তুত রাখছি। এখন সফর বাতিল হলে তো আর কিছু করার নেই।' শেষ মুহূর্তে সফরের ঘোষণা এলেও ব্যাটিং কোচ ছাড়াই টাইগারদের শ্রীলংকায় যেতে হবে। নতুন সংকটের মুখোমুখি হতে হচ্ছে বিসিবিকে। বাবার মৃতু্যর কারণে মানসিকভাবে বিপর্যস্ত ক্রেইগ ম্যাকমিলান মুমিনুল-মুশফিকদের দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করায় দেখা দিয়েছে সংকট। মানবিক কারণে সাবেক নিউজিল্যান্ড অধিনায়কের অনুরোধ ফেলতে পারেনি বিসিবি। কাজে যোগদানের আগমুহূর্তে সরে গেছেন ম্যাকমিলান। নিউজিল্যান্ড থেকে সরাসরি শ্রীলংকায় গিয়ে টাইগারদের নিয়ে শুরু করার কথা ছিল তার নতুন মিশন। ম্যাকমিলানের সঙ্গে বিসিবির চুক্তি ছিল খন্ডকালীন। শুরুতে একটিমাত্র সিরিজের জন্য তাকে নিয়োগ দেওয়া হলেও কাজে সন্তুষ্টি এলে বিসিবি দীর্ঘমেয়াদে তাকে রাখার চেষ্টা করত। সব পরিকল্পনাই ভেস্তে গেছে তার আকস্মিক সিদ্ধান্তে।