চেলসিকে হারাল লিভারপুল

প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে সদ্য উঠে আসা লিডস ইউনাইটেডের বিপক্ষে বেশ ঘাম ঝরিয়ে জিততে হয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলকে। তবে দ্বিতীয় ম্যাচে তুলনামূলক সহজ জয় পেয়েছে তারা। সাদিও মানের জোড়া লক্ষ্যভেদে শিরোপার অন্যতম প্রতিদ্বন্দ্বী চেলসিকে হারাতে বেগ পেতে হয়নি অলরেডদের। স্ট্যামফোর্ড ব্রিজে রোববার রাতে চেলসিকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। এই নিয়ে টানা চার লিগ ম্যাচে লিভারপুলের বিপক্ষে হারল চেলসি। একই রাতের অন্য ম্যাচে ব্রাইটন ৩-০ গোলে নিউক্যাসলকে এবং লেস্টার সিটি ৪-২ গোলে বার্নলিকে হারিয়েছে। এছাড়া সন হিউন-মিঙের চার গোলের সুবাদে সাউদাম্পটনকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে টটেনহাম। স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের শুরু থেকে বল দখলের পাশাপাশি আক্রমণে এগিয়ে ছিল লিভারপুল। তবে প্রথম আধা ঘণ্টায় পরিষ্কার কোনো সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। দ্বিতীয়ার্ধের শুরুতে চার মিনিটের মধ্যে মানের দুই গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লিভারপুল। ৫০তম মিনিটে ডান দিক থেকে রবের্তো ফিরমিনোর ক্রসে হেডে ঠিকানা খুঁজে নেন সেনেগালের এই ফরোয়ার্ড। দ্বিতীয় গোলটা বলতে গেলে প্রতিপক্ষকে উপহার দেন চেলসি গোলরক্ষক কেপা আরিসাবালাগা। সতীর্থের ব্যাকপাস ছয় গজ বক্সের ভেতর পেয়ে তার নেওয়া দুর্বল শট পা বাড়িয়ে থামানোর পর খুব কাছ থেকে জালে পাঠান মানে। ৭৫তম মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন চেলসির জর্জিনিহো।