সুপার ওভারে জিতল দিলিস্ন

প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
শেষ তিন বল থ্রিলারে অবিশ্বাস্য এক টাই! দিলিস্ন ক্যাপিটালসের ১৫৭/৮ চেজ করতে নেমে কিংস ইলেভেন পাঞ্জাবও থেমেছে একই স্কোরে (১৫৭/৮)! রোববার রাতে আইপিএলে তিন বলে ১ রানের সহজ লক্ষ্যটা কিংস ইলেভেন পাঞ্জাবকে পাড়ি দিতে দেয়নি দিলিস্ন ক্যাপিটালসের অজি পেসার স্টয়নিচ! সুপার ওভারে ম্যাচের ফল দেখেছে দর্শক ! অবিশ্বাস্য টাইয়ে উজ্জীবিত দিলিস্ন ক্যাপিটাল পেসার রাবাদা বাকি কাজটা সেরেছে! তার দ্বিতীয় ও তৃতীয় বলে লোকেশ রাহুল ও নিকোলাস পুরানের উইকেট দিয়েছে জয়ের আবহ। সুপার ওভারে মাত্র ৩ রানের সহজ টার্গেট ৩ বল হাতে রেখে জিতে নিয়েছে দিলিস্ন ক্যাপিটাল। শেষ ওভারে জর্ডানের ওপর যেভাবে ব্যাটকে বানিয়েছিলেন তরবারি, তাতে দিলিস্ন ক্যাপিটালসের স্টয়নিচ হতে চেয়েছিলেন হিরো। বল হাতে শেষ ওভার থ্রিলারে দায়িত্ব নিতে এসে হয়েছেনও হিরো। শেষ ওভারে যখন বোলিং করতে এসেছেন, তখন জয়ের জন্য পাঞ্জাবের টার্গেট ১৩। প্রথম তিন বলে মায়াঙ্ক আগারওয়ালের ১ ছক্কা, এক ডাবলস, ১ বাউন্ডারিতে শেষ তিন বলে পাঞ্জাবের টার্গেট যখন মাত্র ১ রান, তখন শেষ তিন বল থ্রিলারে অবিশ্বাস্যভাবে 'টাই'। চতুর্থ বল ডট, ৫ম বলে সুইপার কাভারে আগারওয়াল সুইপার কাভারে দিয়েছেন ক্যাচ (৬০ বলে ৮৯)। শেষ বলে জয়ের জন্য ১ রান, সেটাও দুরূহ করে দিয়েছেন জর্ডানকে স্কোয়ার লেগে ক্যাচ দিতে বাধ্য করে! ব্যাটিং পাওয়ার পেস্নতে দু'দলেই করেছে হতাশ! প্রথম ৬ ওভারে দিলিস্ন ক্যাপিটালসের ২৩/৩ স্কোরের বিপরীতে কিংস ইলেভেন পাঞ্জাবের ৩৫/৩! সেখান থেকে ম্যাচের উত্তেজনা বাড়িয়ে দিয়েছে স্স্নগ ওভারের ব্যাটিং ! দিলিস্ন ক্যাপিটালস শেষ ৩০ বলে যোগ করেছে ৬৪। সেখানে শেষ ৩০ বলে ৬০ রানের লক্ষ্যটাই পাড়ি দিতে পারেনি কিংস ইলেভেন পাঞ্জাব।