logo
শনিবার, ২৪ অক্টোবর ২০২০ ৮ কার্তিক ১৪২৭

  অনলাইন ডেস্ক    ২৩ সেপ্টেম্বর ২০২০, ০০:০০  

সংবাদ সংক্ষেপ

ওয়ালটন জাতীয় পুরুষ বেসবল শুরু ৩০ সেপ্টেম্বর

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ বেসবল-সফটবল এসোসিয়েশনের উদ্যোগে ওয়ালটন ৭ম জাতীয় পুরুষ বেসবল চ্যাম্পিয়নশিপ '২০ আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হবে। ঢাকার পল্টন ময়দানে অনুষ্ঠিতব্য তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় ৮টি দল অংশগ্রহণ করবে। ২ অক্টোবর শুক্রবার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মঙ্গলবার আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট সম্পর্কে তথ্য দিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসবল-সফটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রম্নপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন এবং বেসবলের অন্য কর্মকর্তারা।

অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, ঢাকা জেলা, এসকেএসপি সিরাজগঞ্জ, কমিউনিটি স্পোর্টস ক্লাব, স্যান্ড এনজেল বেসবল ক্লাব, ডিসিসি বেসবল ক্লাব ও এসএসসি। অংশগ্রহণকারী দলগুলো দুই গ্রম্নপে ভাগ হয়ে নকআউটভিত্তিতে অংশগ্রহণ করবে। দুই গ্রম্নপের শীর্ষ দুটি দল ফাইনালে অংশগ্রহণ করবে।

২০০৯ সাল থেকে এ ৬টি আসরে চ্যাম্পিয়ন হয়েছে মোকাদ্দেস আলী স্পোর্টস একাডেমি ১বার, এসকেএসপি সিরাজগঞ্জ ২ বার, বাংলাদেশ পুলিশ ৩ বার চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ আনসার (পুরুষ) বেসবল টিম টানা দুইবার ফাইনালে খেলে রানার্সআপ হয়েছে। করোনা-বিরতির পর বেসবলের এটি দ্বিতীয় টুর্নামেন্ট। গত ৯-১১ সেপ্টেম্বর ওয়ালটন ৪র্থ জাতীয় মহিলা বেসবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে।

যেখানে বাংলাদেশ আনসার চ্যাম্পিয়ন ও বাংলাদেশ পুলিশ রানার্সআপ

হয়েছে।

জয়ে মৌসুম শুরু ম্যানসিটির

ক্রীড়া ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে সব বড় দলই মাঠে নেমে গেছে। বাকি ছিল শুধু ম্যানচেস্টার সিটি। তা গত লিগের রানার্সআপদের জন্য শুরুর ম্যাচটি কঠিনই ছিল। প্রতিপক্ষ যে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স, গত মৌসুমের বিস্ময়! তবে শুরুটা ভালোই হলো পেপ গার্দিওলার দলের। উলভসের বিপক্ষে সোমবার রাতে ৩-১ গোলে জিতেছে ম্যানসিটি। দলটির হয়ে একটি করে গোল করেন কেভিন ডি ব্রম্নইন, ফিল ফোডেন ও গ্যাব্রিয়েল জেসুস। উলভারহ্যাম্পটনের একমাত্র গোলটি করেন রাউল হিমেনেস। রাতের অপর ম্যাচে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলের জয় পায়

অ্যাস্টন ভিলা।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে