সুপার কাপে বড় ঝুঁকি নিচ্ছে উয়েফা

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
করোনাভাইরাস পরিস্থিতিতে উয়েফা সুপার কাপের ম্যাচে ২০ হাজার দর্শককে মাঠে প্রবেশের অনুমতি দিয়েছে উয়েফা। কঠিন এই সময়ে আয়োজকদের এমন সিদ্ধান্ত 'বড় বিপদ' ডেকে আনতে পারে বলে মনে করছেন হাঙ্গেরির এক মহামারি বিশেষজ্ঞ। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বৃহস্পতিবার উয়েফা সুপার কাপের লড়াইয়ে মুখোমুখি হবে গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী বায়ার্ন মিউনিখ ও ইউরোপা লিগ চ্যাম্পিয়ন সেভিয়া। এই ম্যাচে নবনির্মিত পুসকাস অ্যারেনায় গ্যালারির এক-তৃতীয়াংশ দর্শকে পূর্ণ থাকবে। সব রকমের সুরক্ষা সতর্কতা অবলম্বন করা হবে বলে জানিয়েছে উয়েফা, 'স্টেডিয়ামে দর্শকদের আলাদা রাখা সম্ভব নয়। তারা ম্যাচের আগে-পরে জড়ো হবে গণপরিবহণ, স্টেডিয়ামের প্রবেশপথগুলোয়।'