সংক্ষিপ্ত তালিকায় নেই মেসি-রোনালদো

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
২০১১ সাল থেকে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থা উয়েফা দিয়ে আসছে বর্ষসেরা পুরুষ ফুটবলারের পুরস্কার। সেই থেকেই এ লড়াইয়ে প্রতিবারেই ছিলেন লিওনের মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু এবারই প্রথম উয়েফার বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় এ দুই তারকার নাম নেই। তাদের 'ব্যর্থতার' মৌসুমে আলো ছড়িয়ে বর্ষসেরার লড়াইয়ে রবার্তে লেভানদোভস্কি, মানুয়েল নয়ার ও কেভিন ডি ব্রম্নইনের নাম আছে। বর্ষসেরা লড়াই, অথচ লিওনেল মেসি কিংবা ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম নেই! এবারের উয়েফা বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকা সেটাই বলছে। পুরস্কারটির গত ১০ বছরের ইতিহাসে প্রথমবার হলো এমনটা, যেখানে মেসি কিংবা রোনালদোর কেউই নেই। তাদের 'ব্যর্থতার' মৌসুমে প্রথম সেরার তিনের লড়াইয়ে আছেন লেভানদোভস্কি, নয়ার ও ডি ব্রম্নইন। গত ১০ বছরে উয়েফা বর্ষসেরার সংক্ষিপ্ত তিনে মেসি না হলে রোনালদো থেকেছেন। ফুটবলবিশ্বের জন্য এবারের তালিকা তাই একটু চোখেই লাগছে। গত এক দশকে পুরস্কারটির লড়াইয়ে ৯বার ছিলেন রোনালদো, জিতেছেন তিনবার। অন্যদিকে মেসি ছিলেন ছয়বার, যেখানে দুইবার হাতে তুলেছেন সেরার পুরস্কার।