সর্বাধিক ক্যাচ মিসের দিনে জরিমানা গুনলেন কোহলি

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি -ওয়েবসাইট
কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে মন্থর ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলিকে। শুক্রবার এক বিবৃতিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতের তারকা ব্যাটসম্যানকে প্রায় ১৪ লাখ টাকা জরিমানা গুনতে হবে। 'নূ্যনতম ওভার রেট সম্পর্কে আইপিএলের যে আচরণবিধি রয়েছে, তার আওতায় এটি চলতি মৌসুমে তার দলের প্রথম অপরাধ ছিল, তাই কোহলিকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।' বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ৯৭ রানের বিশাল ব্যবধানে হেরে গেছে কোহলির দল। ফিল্ডিংয়ের সময় লোকেশ রাহুলের দুটি ক্যাচ ফেলে দেওয়া ও ব্যাট হাতে মাত্র ১ রান করার পর শাস্তিও পেতে হচ্ছে তাকে। টস জিতে বোলিং বেছে নেওয়া কোহলি চার পেসারসহ ছয় বোলার ব্যবহার করেন। আর মন্থর ওভার রেটের কারণে পাঞ্জাবের ইনিংসটি এক ঘণ্টা ৫১ মিনিট দীর্ঘ হয়। বৃহস্পতিবারের ম্যাচে সবচেয়ে বেশি ক্যাচ মিস করার রেকর্ড গড়েছেন তিনি। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে এক ম্যাচেই দুটি ক্যাচ মিস করেন কোহলি। এর মাধ্যমে গত ছয় বছরে এককভাবে সবচেয়ে বেশি ক্যাচ মিস করা ফিল্ডারদের তালিকায় শীর্ষে উঠে যান তিনি। আইপিএলে গত ছয় বছরে সবচেয়ে বেশি ১৬টি ক্যাচ ছেড়েছেন বিরাট কোহলি। তারপরের অবস্থানে আছেন ভারতের অন্যতম সেরা ফিল্ডার হিসেবে পরিচিত রবীন্দ্র জাদেজা। কোহলির থেকে দুটো কম অর্থাৎ ১৪টি ক্যাচ মিস করেছেন তিনি। সবচেয়ে বেশি ক্যাচ মিস করাদের তালিকার তিনে যৌথভাবে অবস্থান করছেন রবিন উথাপ্পা ও হরভজন সিং। এই দুজন ১২ বার করে ক্যাচ মিস করেছেন।