শেখ হাসিনা দাবায় পিছিয়ে পড়েছে বাংলাদেশিরা

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড শেষে শীর্ষ ছয়ে বাংলাদেশের ২ জন থাকলেও চতুর্থ রাউন্ড থেকে পিছিয়ে পড়তে থাকেন স্বাগতিক দাবাড়ুরা। ষষ্ঠ রাউন্ড শেষে শীর্ষে নেই বাংলাদেশের কোনো প্রতিযোগী। টুর্নামেন্ট যতই শেষের দিকে গড়াচ্ছে বাংলাদেশের দাবাড়ুরা ততই পিছিয়ে পড়ছেন। আজ শেষ হবে ৯ রাউন্ডের এ প্রতিযোগিতা। শুক্রবার টুর্নামেন্টের ষষ্ঠ রাউন্ড শেষে ৪ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে নেমে গেছেন ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, যিনি তৃতীয় রাউন্ড শেষে ৬ জনের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন। গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব দুইয়ে ছিলেন তৃতীয় রাউন্ড শেষে। প্রতিযোগিতার দ্বিতীয় দিন শেষে রাজীব ৪ পয়েন্ট নিয়ে নেমে গেছেন ১৪ নম্বরে। রাজীব চতুর্থ রাউন্ডে হেরেছেন ইন্দোনেশিয়ার নভেন্দ্রের কাছে, পঞ্চম রাউন্ডে হেরেছেন ভারতের শেখ মোহাম্মদ নুবাইর শাহ'র কাছে এবং ষষ্ঠ রাউন্ডে হারিয়েছেন মালদ্বীপের মোহাম্মদ সুয়ায়ুকে। প্রথম দিন শেষে যৌথভাবে শীর্ষে থাকা আরেক বাংলাদেশি দাবাড়ু খন্দকার আমিনুল ইসলাম চতুর্থ রাউন্ডে হেরেছেন ইন্দোনেশিয়ার সুশান্তের কাছে, পঞ্চম রাউন্ডে হেরেছেন ফিলিপাইনের গ্র্যান্ডমাস্টার ভিলামেয়রের কাছে এবং ষষ্ঠ রাউন্ডে হারিয়েছেন নিজ দেশের ফাহাদ রহমানকে। ষষ্ঠ রাউন্ড শেষে ৫ পয়েন্ট করে নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছেন ইন্দোনেশিয়ার সুশান্ত, ভিয়েতনামের এনগুনে সং এবং ভারতের দিপ্তায়ন ঘোষ। বাংলাদেশের অন্য দুই গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ৩.৫ ও রিফাত বিন সাত্তার ৩ পয়েন্ট পেয়েছেন ৬ রাউন্ড শেষে। আজ বেলা ২টায় শেষ দিনের খেলা শুরু হবে।