হতাশ লংকান অধিনায়ক

প্রকাশ | ২৭ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
দিমুথ করুণারত্নে
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়েছে শ্রীলংকা ক্রিকেট দল। তাই সিরিজ পিছিয়ে যাওয়ায় হতাশ লংকানরা। এমনটাই জানিয়েছেন দলটির অধিনায়ক দিমুথ করুনারত্নে। যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে মাঠে ফিরতে মরিয়া হয়ে আছেন বলেও জানিয়েছেন তিনি। পরিষ্কার কোনো ধারণা ছাড়াই অনুশীলন চালিয়ে যাচ্ছিল বাংলাদেশ ক্রিকেট দল। তবে অনিশ্চয়তার পুরো পথটাও যেন পাড়ি দেওয়া হয়ে গেছে। তাই তো শ্রীলংকা সফরে যাওয়া হচ্ছে কি হচ্ছে না, এই প্রশ্নের উত্তর না পেয়ে আপাতত টাইগারদের দলীয় অনুশীলন বন্ধ রাখতে বাধ্য হয়েছে বিসিবি। ওপারেও চিত্র অনেকটা একই রকম। সপ্তাহ দুয়েক আগে অনুশীলন শুরু করেছে লংকানরা। ৩ ম্যাচের টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি চালিয়ে গেছেন ২৩ জন ক্রিকেটার। জাতীয় দলের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সঙ্গে শ্রীলংকা বোর্ডের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন অধিনায়ক দিমুথ করুনারত্নে। টাইগারদের বিপক্ষে সিরিজ নিয়ে কতোটা উদগ্রীব ছিলেন, জানিয়েছেন সেখানেই। লংকান অধিনায়ক দিমুথ করুনারত্নে বলেন, 'বাংলাদেশের বিপক্ষে সিরিজ সামনে রেখেই প্রস্তুতি নিয়েছি আমরা। লকডাউনের পর ক্যাম্পের শুরুতে কিছুটা সমস্যা হচ্ছিল। তবে ধীরে ধীরে সবাই গুছিয়ে নিয়েছি। মাঠে নামতে সবাই মরিয়া হয়ে আছে। সেটা যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে হোক না কেন। এই সিরিজ নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে আমরা সবাই হতাশ।' মার্চে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করলে সব ধরনের খেলা বন্ধ ঘোষণা করে লংকান সরকার। তবে এপ্রিল থেকে এসএলসির গাইডলাইন অনুযায়ী ঘরেই ফিটনেস ট্রেনিং শুরু করে ক্রিকেটাররা। জুনে জৈব সুরক্ষা বলয়ের মাঝে কিছু খেলোয়াড় নিয়ে অনুশীলন শুরু করলেও, দলীয় ক্যাম্প শুরু হয় এ মাসেই। কোচ মিকি আর্থারের অধীনে আবারও পূর্ণাঙ্গভাবে ম্যাচ ফিট হয়ে উঠতে কাজ করছিলেন করুনারত্নেরা। তবে অক্টোবরের সিরিজ নিয়ে দোলাচলের মাঝে বিপাকে শ্রীলংকা দল।