জন লুইসের দিকে নজর বিসিবির

প্রকাশ | ২৭ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
জন লুইস
ব্যক্তিগত কারণে ক্রেইগ ম্যাকমিলান সরে যাওয়ার পর ইংল্যান্ডের জন লুইসকে নতুন ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়ার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিছুদিনের মধ্যেই বিসিবির কাছে ইন্টারভিউ দিতে তিনি ঢাকায় আসবেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। শ্রীলংকা সফরের আগে পারিবারিক কারণ দেখিয়ে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং পরামর্শক পদ থেকে সরে যান দক্ষিণ আফ্রিকার নেইল ম্যাকেঞ্জি। তার জায়গায় এই সফরের জন্য নিউজিল্যান্ডের ক্রেইগ ম্যাকমিলানকে নিয়োগ দিয়েছিল বিসিবি। নিজ পিতাকে হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত কিউই ম্যাকমিলান টাইগারদের সঙ্গে কাজ করতে এবং শ্রীলংকা সফরে যেতে অপারগতা প্রকাশের পর থেকেই শোনা যাচ্ছিল বিসিবি অন্য কাউকে খুঁজছে। সেই নতুন কারও তালিকার অন্যতম নামটি হলো জন লুইস। এ ইংলিশ ব্যাটিং কোচের দিকে নজর বিসিবির। জন লুইস প্রাথমকিভাবে বিসিবির সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান গণমাধ্যমকে এ ব্যাপারে বলেন, 'আমরা লুইসের সঙ্গে ব্যাটিং পরামর্শক নিয়োগের বিষয়ে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছি। একই সময়ে আমরা আর কিছু প্রার্থীর সঙ্গে কথা বলছি, তবে তাদের নাম এখনই প্রকাশ করা হবে না।' এরই মধ্যে সব ফরম্যাট মিলিয়ে একজন ব্যাটিং পরামর্শক রাখার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এর আগে ডারহামের প্রধান কোচ ও শ্রীলংকার ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে লুইসের।