নতুন খেলোয়াড় কেনায় আগ্রহী নন জিদান

প্রকাশ | ২৭ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান -ওয়েবসাইট
মৌসুমের প্রথম ম্যাচে সাদামাটা ফুটবল খেলেছে দল; আক্রমণভাগ ছিল ধারহীন। গত মৌসুমেও তাদের আক্রমণে ঘাটতি চোখে পড়েছে। এরপরও আপাতত নতুন খেলোয়াড় কেনার কোনো ইচ্ছা নেই রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদানের। বর্তমান স্কোয়াডের ওপরেই আস্থা রাখছেন তিনি। চলতি দলবদলে খেলোয়াড় কেনা নিয়ে কোনো ব্যস্ততা দেখা যাচ্ছে না রিয়ালের। গ্যারেথ বেল, হামেস রদ্রিগেস, আশরাফ হাকিমি ও সার্জিও রেগিলন দল ছাড়লেও কোনো নতুন খেলোয়াড় কেনেনি রিয়াল। তবে বিভিন্ন ক্লাবে ধারে খেলা স্প্যানিশ ফরোয়ার্ড বোরহা মায়োরাল, স্প্যানিশ ডিফেন্ডার আলভারো অদ্রিওসোলা ও নরওয়ের তরুণ মিডফিল্ডার মার্তিন ওদেগার্দকে ফিরিয়েছে সান্তিয়াগো বার্নাব্যয়ের দলটি। গত রোববার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে লা লিগার নতুন আসর শুরু করে গতবারের চ্যাম্পিয়নরা। সেই ম্যাচে অভিষেক হয় দলটির দুই মিডফিল্ডার মার্ভিন পার্ক ও সার্জিও আররিবাসের। দ্বিতীয় ম্যাচে রিয়াল বেটিসের মাঠে খেলবে জিদানের দল। নতুন খেলোয়াড় কেনার প্রশ্নে নিজেদের অবস্থান তুলে ধরেন রিয়ালের এই কোচ, 'এখন আমার যে দল আছে, এর বাইরে আমি আর কাউকে চাই না। সবাই জানতে চাচ্ছে, নতুন কে আসছে; কিন্তু আমি আমার স্কোয়াড নিয়ে সন্তুষ্ট। সঠিক অবস্থায় ফিরতে আমরা কঠোর পরিশ্রম করব, যেন আমরা নিজেদের নির্ধারিত লক্ষ্যগুলো অর্জন করতে পারি।' ভবিষ্যতে অনেক কিছুই ঘটতে পারে। তবে আপাতত অন্যসব কোচের মতো তিনিও চান, যত দ্রম্নত সম্ভব দলবদলের সময় শেষ হোক। চোট কাটিয়ে মার্কো আসেনসিও, লুকাস ভাসকেস ও ইডেন হ্যাজার্ডের দলে ফেরার খবর দিলেন জিদান। তবে যথেষ্ঠ অনুশীলন করতে না পারায় বেটিসের বিপক্ষে তাদের খেলার তেমন সম্ভাবনা দেখছেন না তিনি। গত আসরে মার্চে করোনাভাইরাসের কারণে ফুটবল বন্ধ হওয়ার ঠিক আগে বেটিসের মাঠে ২-১ গোলে হেরেছিল রিয়াল।