বড় জয়ে শুরু বার্সেলোনার

প্রকাশ | ২৯ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
স্প্যানিশ লা লিগায় রোববার ভিয়ারিয়ালের বিপক্ষে জোড়া গোল করায় আনসু ফাতিকে অভিনন্দনে সিক্ত করছেন লিওনেল মেসি ও ফিলিপে কুতিনহো। শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা -ওয়েবসাইট
বার্সেলোনার রাতের আকাশজুড়ে আলো, সপ্তাহব্যাপী স্থানীয় এক উৎসবের সমাপ্তিতে ফুটছে আতশবাজি। মিলে গেল আরেক উপলক্ষ, কাতালান ক্লাবটির শিরোপা পুনরুদ্ধার অভিযান শুরু। ভিয়ারিয়ালকে উড়িয়ে বার্সেলোনা আভাস দিল গত মৌসুমের দুঃস্বপ্ন চাপা দেওয়ার। ঘরের মাঠে রোববার রাতে আনসু ফাতির জোড়া লক্ষ্যভেদ ও লিওনেল মেসির নৈপুণ্যে ৪-০ গোলের বড় ব্যবধানে জিতেছে বার্সেলোনা। এই জয় দিয়ে নু্য ক্যাম্পে শুরু হলো রোনাল্ড কোম্যানের অধ্যায়। রাতের অন্য ম্যাচে লুইস সুয়ারেজের জোড়া লক্ষ্যভেদে গ্রানাডাকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এছাড়া ইউরোপা লিগ চ্যাম্পিয়ন সেভিয়া ৩-১ গোলে কাদিসকে হারিয়ে শুরু করেছে লিগ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮-২ গোলের হার দিয়ে গত মৌসুম শেষ করা বার্সেলোনা ২০২০-২১ মৌসুমের শুরুতে ছিল সাবধানী। ৪-২-৩-১ ফরমেশনে নিজেদের যেন পরীক্ষা করে নিচ্ছিল। বিপরীতে স্বাগতিকদের জায়গা না দেওয়ার পণ করে নেমেছিল ভিয়ারিয়াল। তবে তাদের রক্ষণ ভাঙার সৃজনশীলতা ছিল মেসি-ফাতিদের খেলায়। পঞ্চদশ মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। মাঝমাঠ থেকে বল পাওয়া জর্দি আলবার কাটব্যাকে চমৎকার ফিনিশিংয়ে জাল খুঁজে নেন ফাতি। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ফাতি। নিজেদের অর্ধ থেকে বল নিয়ে দারুণ গতিতে এগিয়ে যান ফিলিপে কুতিনহো। বাঁদিকে অরক্ষিত তরুণ ফরোয়ার্ডকে খুঁজে নেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। ঠান্ডা মাথায় বাকিটা সারেন তরুণ ফরোয়ার্ড, কাছের পোস্ট ঘেঁষে বল পাঠান জালে। ২৬ মিনিটে জালের দেখা প্রায় পেয়েই যাচ্ছিলেন জর্দি আলবা। খুব কাছ থেকে তার শট কর্নারের বিনিময়ে ব্যর্থ করে দেন ভিয়ারিয়াল গোলরক্ষক সার্জিও আসেনহো। ৩৫ মিনিটে সফল স্পট কিকে ব্যবধান ৩-০ করেন মেসি। বলে হাত ছোঁয়াতে পেরেছিলেন আসেনহো, কিন্তু জালে যাওয়া ঠেকাতে পারেননি। ফাতিকে ভিয়ারিয়াল অধিনায়ক মারিও ফাউল করায় পেনাল্টি পেয়েছিল বার্সেলোনা। পাঁচ মিনিট পর লা লিগায় ফেরার ম্যাচে গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন ফিলিপে কুতিনহো। খুব কাছ থেকে তার চেষ্টা কর্নারের বিনিময়ে ব্যর্থ করে দেন গোলরক্ষক। বিরতির ঠিক আগে সৌভাগ্যের গোলে ব্যবধান আরও বাড়ায় বার্সেলোনা। এই গোলেরও উৎস প্রতি আক্রমণ। ফাতির কাছ থেকে বল পেয়ে এগিয়ে যান মেসি। প্রতিপক্ষের ডি-বক্সে থাকা সার্জিও বুসকেতসকে খুঁজে নিতে চেয়েছিলেন তিনি। তার চমৎকার ক্রস বিপদমুক্ত করতে গিয়ে উল্টো নিজেদের জালে পাঠিয়ে দেন পাউ তরেস। তাতে ৪-০ গোলে এগিয়ে যায় বার্সা।