জুভেন্টাসের হোঁচট পিএসজির জয়

প্রকাশ | ২৯ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
লিগ শিরোপা ধরে রাখার অভিযানে কষ্টই করতে হচ্ছে জুভেন্টাসকে। সিরি'আয় মৌসুমের প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়ে কষ্টার্জিত ড্র নিয়ে মাঠ ছেড়েছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। ক্রিশ্চিয়ানো রোনালদোর নৈপুণ্যে রোববার রাতে রোমার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে জুভেন্টাস। অনেকটা সময় একজন কম নিয়ে খেলেও স্বস্তির ড্রয়ে যার পুরো কৃতিত্বই ছিল পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদোর। এদিকে ফরাসি লিগ ওয়ানে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে পিএসজি। আর্জেন্টাইন তারকা মাউরো ইকার্দির জোড়া লক্ষ্যভেদে রেসকে ২-০ গোলে হারিয়েছে তারা। প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই অগোছালো ছিল জুভেন্টাস। আর সেই অগোছালো খেলার কারণেই ৩১ মিনিটে পেনাল্টি পায় রোমা। জর্দান ভেরেতুর শট গিয়ে লাগে আদ্রিয়াঁ রাবিওর হাতে। হ্যান্ডবলের সুবাদে স্পট কিক থেকে জালে বল জড়ান ফরাসি মিডফিল্ডার ভেরেতু। একইভাবে হ্যান্ডবলের সুবাদে গোল পায় জুভেন্টাসও। ৪৪ মিনিটে রোনালদোর স্পট কিক থেকে স্কোর দাঁড়ায় ১-১। তাতেও অবশ্য লাভ হয়নি। এই অর্ধের যোগ হওয়া সময়ে আবার ব্যবধান বাড়িয়ে নেয় রোমা। হেনরিখ মেখিতারিয়ানের পাসে দ্বিতীয় গোলটি করেন ভেরেতু। দ্বিতীয়ার্ধে অবশ্য আরও করুণ অবস্থা হয়ে দাঁড়িয়েছিল জুভেন্টাসের। ৬২ মিনিটে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছেড়ে যান রাবিও। তবে দল ১০ জনে পরিণত হলেও হাল ছেড়ে দেয়নি জুভেন্টাস। দুর্দান্ত এক গোলে ৬৯ মিনিটে সমতা ফেরান প্রাণভোমরা পর্তুগিজ যুবরাজ রোনালদো। লিগ শিরোপা ধরে রাখার অভিযানে প্রথম অ্যাওয়ে ম্যাচে খেলতে নেমেই হারের শঙ্কায় পড়েছিল ইতালিয়ান চ্যাম্পিয়নরা। রোমার বিপক্ষে দুবার পিছিয়ে দলের সেরা তারকা রোনালদোর নৈপুণ্যে শেষ পর্যন্ত স্বস্তির ড্র নিয়ে মাঠ ছেড়েছে তুরিনের ক্লাবটি।