৩২ ম্যাচ পর বায়ার্নের হার

প্রকাশ | ২৯ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
প্রতিপক্ষের জালে বায়ার্ন মিউনিখ যেভাবে গোলউৎসব করে যাচ্ছিল। এতে তাদের হার কল্পনাতে আনতেও কারও সাহস করার কথা নয়। কিন্তু বুন্দেসলিগায় বাস্তবে সেটিই করে দেখাল হফেনহেইম। রোববার রাতে অ্যাওয়ে ম্যাচে ইউরোপ চ্যাম্পিয়ন বায়ার্নকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩২ ম্যাচ পর প্রথম হার দেখল বায়ার্ন। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে জেমি ভার্ডির হ্যাটট্রিকে ম্যানচেস্টার সিটিকে ৫-২ গোলে বিধ্বস্ত করেছে লেস্টার সিটি। এ ছাড়া রাতের অন্য ম্যাচে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলের জয় পায় লিডস ইউনাইটেড। আর টটেনহাম হটস্পার ও নিউক্যাসল ইউনাইটেডের মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। বায়ার্ন গত মৌসুমটা খেলেছে স্মরণীয় করেই। টানা অষ্টমবারের মতো বুন্দেসলিগা জয়ের সঙ্গে ছিল জার্মান কাপের শিরোপা। ঘরোয়া ডাবলের সঙ্গে ছিল ইউরোপের ডাবল শিরোপাও- উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও উয়েফা সুপার কাপ। বুন্দেসলিগার তাদের মৌসুমের শুরুটাও ছিল গোলউৎসব করে। শুরুর ম্যাচে শালকেকে বিধ্বস্ত করেছে ৮-০ গোলে। বায়ার্নের সেই ইস্পাত কঠিন স্নায়ুকেই এবার নাড়িয়ে দিয়েছে হফেনহেইম। মাত্র ১৬ মিনিটেই তারা বায়ার্নকে পেছনে ফেলে দেয় ম্যাচে। শুরুর গোলটি করেছেন আরমিন বিচাকচিচ। ৮ মিনিট বাদেই স্কোর হয়ে যায় ২-০। মুনাস দাবুরের গোলের পর অবশ্য ৩৬ মিনিটে একটি গোল শোধ দিয়েছিল বায়ার্ন। কিন্তু জশুয়া কিমিচের গোলেও শেষ রক্ষা হয়নি। দ্বিতীয়ার্ধে আন্দ্রেই ক্রামাচিচের জোড়া গোল (৭৭ মিনিট ও ৯০+২ মিনিট) ম্যাচে আর ফিরতে দেয়নি বায়ার্নকে। এই হার বড় শেল হয়েই বিঁধেছে হানসি ফ্লিককে। হওয়ারই কথা। টানা ২৩ ম্যাচ জয়ের ধারায় ছেদ টেনে দিয়েছে এই হার। সর্বশেষ হারটি ছিল ২০১৯ সালের ডিসেম্বরে, বরুসিয়া মগস্নাডবাখের কাছে ২-১ গোলে। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩২ ম্যাচ পর প্রথম হার দেখল অফুরন্ত শক্তির লাল মেশিন! অপরদিকে প্রিমিয়ার লিগে ম্যানসিটিকে তাদেরই মাঠে বিধ্বস্ত করেছে লেস্টার সিটি। ম্যানসিটিকে তারা উড়িয়ে দিয়েছে ৫-২ গোলে। জেমি ভার্ডির হ্যাটট্রিকের সঙ্গে লেস্টারের হয়ে গোল করেছেন জেমস ম্যাডিসন ও ইউরি টিয়েলেমান্স। অথচ ম্যাচের ৪ মিনিটে রিয়াদ মাহরেজের গোলে এগিয়ে শুভ সূচনা হয়েছিল সিটিজেনেরই।