সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৯ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
এলপিএলে খেলতে পারবেন না সাকিব-তামিমরা ক্রীড়া প্রতিবেদক করোনা-পরবর্তী সময়ে শ্রীলংকা সফর দিয়েই বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা ছিল। তবে কোয়ারেন্টিন জটিলতায় আপাতত স্থগিত হয়েছে সেই সফর। এদিকে বাংলাদেশ সিরিজের পরপরই লংকা প্রিমিয়ার লিগ (এলপিএল) অনুষ্ঠিত হওয়ার কথা শ্রীলংকায়। এই টুর্নামেন্টের নিলামে উঠবেন সাকিব-তামিমরা। তবে কোনো দল কিনলেও টাইগার ক্রিকেটাররা এই টুর্নামেন্টে খেলতে পারবেন না। এলপিএলের প্রথম আসর গত ২৮ আগস্ট শুরু হওয়ার কথা ছিল। করোনাভাইরাস পরিস্থিতির কারণে পরে তা পিছিয়ে যায়। নতুন সূচিতে আগামী ১৪ নভেম্বর টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা। টুর্নামেন্টের নিলামে বিদেশি ক্রিকেটারদের তালিকায় আছে সাকিব আল হাসানের নাম। এছাড়া নিলামে তামিম ইকবাল, মাহমুদউলস্নাহ রিয়াদসহ বাংলাদেশের আরও বেশ কয়েকজন ক্রিকেটারের নাম আছে বলে সংবাদমাধ্যমে খবর এসেছে। বিসিবিতে সোমবার বাংলাদেশ দলের শ্রীলংকা সফর স্থগিতের খবর জানান নাজমুল হাসান পাপন। সেখানেই তাকে প্রশ্ন করা হয়, সাকিব-তামিমদের এই টুর্নামেন্টে খেলার ছাড়পত্র দেওয়া হবে কি? বিসিবি সভাপতি সোজা উত্তরে বলেন, 'আমি তো কোনো সম্ভাবনা দেখি না।' আইসিসি প্রদত্ত এক বছরের নিষেধাজ্ঞা শেষে আগামী ২৯ অক্টোবর থেকে সব ধরনের ক্রিকেটে ফিরতে পারবেন সাকিব। লংকা প্রিমিয়ার লিগের নিলামে সাকিবের নাম আছে, এই প্রশ্নে নাজমুল হাসান বলেন, 'আমাদের এখানে তো খেলা শুরু হয়ে যাচ্ছে। ও এখানে খেলুক।' শ্রীলংকা সফর স্থগিত হওয়ায় এখন ঘরোয়া ক্রিকেট শুরুর কথা ভাবছে বিসিবি। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি বস। দমাতে পারেনি আজারেঙ্কাকে ক্রীড়া ডেস্ক দর্শকহীন গ্যালারির সামনে প্রতিকূল আবহাওয়ায় ফ্রেঞ্চ ওপেনের প্রথম দিন রোববার বেশ বিপাকেই পড়েছিল প্রতিযোগীরা। এজন্য একবার কোর্ট ছেড়ে যেতে বাধ্য হন ভিক্টোরিয়া আজারেঙ্কা। শেষ পর্যন্ত বেলারুশের এই টেনিস তারকা ফিরে এসে সহজেই সরাসরি সেটে ম্যাচ জিতে উঠেছেন এ টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে। বিশ্বের ৭৪ নম্বর মন্টেনেগ্রোর ডাঙ্কা কোভিনিচের বিপক্ষে এক ঘণ্টার সামান্য বেশি সময় নিয়ে ৬-১, ৬-২ ব্যবধানে জেতেন আজারেঙ্কা। হিজলায় হাডুডু চ্যাম্পিয়ন মোলস্নাহাট উপজেলা চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়ন পরিষদ ভবন চত্বরে মিলন স্মৃতি সংসদের উদ্যোগে আটদলীয় হাডুডু প্রতিযোগিতা গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। খেলায় মোলস্নাহাট উপজেলা দল প্রথম এবং বাঁশবাড়িয়া দল দ্বিতীয় স্থান অধিকার করে। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে প্রথম স্থান অধিকারকারী মোলস্নাহাট দলকে ফ্রিজ এবং বাঁশবাড়িয়া দলকে কম্পিউটার তুলে দেন খুলনা জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট জহিরুল ইসলাম পলাশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেন গাজী। খেলা পরিচালনা করেন কাজী আজমীর আলী। অনুষ্ঠানে ইকবাল হোসেন লিকচান, কামরুল শিকদার, হায়দার আলী শেখ, হাফিজুর রহমান খান, মাসুদ শেখ নাঈম খান ও ঝিলু শেখ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি