বাংলাদেশের নিউজিল্যান্ড সফর ওয়ানডে দিয়ে শুরু

প্রকাশ | ৩০ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে টাইগার ক্রিকেটাররা। শ্রীলংকা সফর দিয়ে ক্রিকেটে ফেরার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। তবে গত সোমবার সফর স্থগিত হয়ে যায়। তবে পরেরদিন মঙ্গলবার আরেক সুখবর পেল বাংলাদেশ। বাংলাদেশের আরেকটি সফরের সূচি চূড়ান্ত হলো। আগামী মার্চে নিউজিল্যান্ড সফরে তিনটি করে ওয়ানডে ও টি২০ খেলবে বাংলাদেশ দল। চূড়ান্ত হওয়া সূচিতে দুই দল শুরুতে খেলবে ওয়ানডে সিরিজ, এরপর টি২০। আগামী গ্রীষ্মের পূর্ণাঙ্গ ক্রিকেট সূচি মঙ্গলবার প্রকাশ করেছে ক্রিকেট নিউজিল্যান্ড (এনজেডসি)। বাংলাদেশের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও অস্ট্রেলিয়া এই গ্রীষ্মে যাবে নিউজিল্যান্ড সফরে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে শেষ হবে কিউই গ্রীষ্মের আন্তর্জাতিক ব্যস্ততা। আগামী ১৩ মার্চ বাংলাদেশ প্রথম ওয়ানডে খেলবে ডানেডিনে। পরের দুই ওয়ানডে খেলবে ১৭ ও ২০ মার্চ ক্রাইস্টচার্চে ও ওয়েলিংটনে। টি২০ সিরিজের প্রথম ম্যাচ ২৩ মার্চ, নেপিয়ারে। ২৬ মার্চ দ্বিতীয় টি২০ অকল্যান্ডে, শেষ টি২০ ২৮ মার্চ হ্যামিল্টনে। ২০১৯ সালে শেষবার নিউজিল্যান্ড সফরে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু ১৫ মার্চ ক্রাইস্টচার্চেল আল নূর মসজিদে সন্ত্রাসী হামলার পর সফর অসমাপ্ত রেখেই দেশে ফিরেছিলেন মাহমুদউলস্নাহ-তামিম ইকবালরা। অকল্যান্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি২০ দিয়ে আগামী ২৭ নভেম্বর শুরু হবে কিউইদের আন্তর্জাতিক মৌসুম। ওই সিরিজে তিনটি টি২০ ও দুটি টেস্ট খেলবে দুই দল। এরপর ডিসেম্বর-জানুয়ারিতে তিন ম্যাচের টি২০ ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। ফেব্রম্নয়ারি-মার্চে ৫ ম্যাচের টি২০ সিরিজে কিউইদের প্রতিপক্ষ তাসমান সাগরের ওপারের দেশ অস্ট্রেলিয়া। এরপর বাংলাদেশের বিপক্ষে সিরিজ। আন্তর্জাতিক সূচির পাশাপাশি ঘরোয়া টি২০ টুর্নামেন্ট সুপার স্ম্যাশের সূচিও চূড়ান্ত করেছে এনজেডসি। ২৪ ডিসেম্বর মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। উলেস্নখ্য, দুই দেশের ক্রিকেট বোর্ডের সমঝোতার ভিত্তিতে স্থগিত করা হয়েছে বাংলাদেশ দলের এবারের শ্রীলংকা সফর। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, শ্রীলংকার শর্ত মেনে এ মুহূর্তে বাংলাদেশের পক্ষে তিন টেস্টের সিরিজ খেলতে যাওয়া সম্ভব নয়। লংকান বোর্ডকে নতুন সূচি তৈরির অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে বিসিবি।