ইংল্যান্ড সিরিজ দেশেই আয়োজনের পরিকল্পনা সৌরভের

প্রকাশ | ৩০ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশের মাটিতে আয়োজন করা যায়নি আইপিএল। সংযুক্ত আরব আমিরাতে হচ্ছে ভারতীয় ঘরোয়া টি২০ প্রতিযোগিতাটি। সামনে আছে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ, কিন্তু করোনা পরিস্থিতির কোনো উন্নতি নেই ভারতে। শোনা যাচ্ছে, বিকল্প ভেনু্য হিসেবে আরব আমিরাতে দেওয়া হতে পারে ইংলিশদের আতিথ্য। তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি শোনালেন অন্য কথা। দেশের মাটিতেই ইংল্যান্ড সিরিজ আয়োজনের পরিকল্পনা তার। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে এখনো মাস তিনেকের মতো সময় হাতে আছে বিসিসিআইয়ের। এই সময়কার পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্তে আসতে চায় তারা। তবে দেশের মাটিতেই ইংল্যান্ড দলকে আতিথ্য দেওয়ার বিষয়টি 'অগ্রাধিকার' পাচ্ছে সৌরভের কথায়। আগামী জানুয়ারি থেকে মার্চে ভারতের মাটিতে সিরিজ খেলার কথা ইংল্যান্ডের। আর এই সিরিজ নিয়ে ভারতীয় মিডিয়ার খবর, আইপিএলের মতো ইংল্যান্ডের বিপক্ষেও ভারত খেলবে সংযুক্ত আরব আমিরাতে। কিন্তু সৌরভের পরিকল্পনা দেশের মাটিতে আয়োজনের, 'ভারতেই এই সিরিজ আয়োজন অগ্রাধিকার পাবে। ভারতীয় মাঠে এটা করার সব ধরনের চেষ্টা করব আমরা। সংযুক্ত আরব আমিরাতের সুবিধা হলো এখানকার তিনটি স্টেডিয়াম (আবুধাবি, শারজা ও দুবাই)।' তবে ভারতেও এই সুবিধা পাওয়া সম্ভব বলে মনে করছেন সৌরভ। মুম্বাই কিংবা কলকাতায় জৈব সুরক্ষা বলয় গড়ার কথা শোনালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান, "আমাদেরও একই সুবিধা আছে মুম্বাইতে-সিসিআই, ওয়াংখেড়ে ও ডিওয়াই পাতিল (স্টেডিয়াম)। আমাদের (কলকাতার) ইডেন গার্ডেনসও আছে। আমাদের 'বাবল' তৈরি করতে হবে। আমরা আমাদের ক্রিকেট ভারতেই রাখতে চাই, এটাই খেলার উপযুক্ত জায়গা, এখানেই প্রাণ। তবে আমরা কোভিড-১৯ পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।"