কঠিন চ্যালেঞ্জ দেখছেন সুজন

প্রকাশ | ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
এশিয়া কাপে দু’বার শিরোপার খুব কাছাকাছি গিয়েই স্বাদ নিতে পারেনি বাংলাদেশ। এবার সেই আক্ষেপ ঘুচাতে চায় মাশরাফি বিন মতুর্জার দল। টাইগারদের উজ্জ্বল সম্ভাবনা দেখছেন টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজনও। পাশাপাশি কঠিন চ্যালেঞ্জও দেখছেন বাংলাদেশ ক্রিকেট বোডের্র (বিসিবি) পরিচালক এবং সাবেক এই ক্রিকেটার। বিগত দিনের পারফরম্যান্সের আলোকে আসন্ন এশিয়া কাপ শিরোপার স্বপ্ন টাইগাররা দেখতেই পারে বলে মনে করছেন সুজন। পাশাপাশি গৌরবের এই মিশনে তাকে আশাবাদী করে তুলেছে টুনাের্মন্টের ফরম্যাট (ওয়ানডে), সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সফরের তরতাজা সুখস্মৃতি ও টাইগারদের প্রস্তুতি। শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সুজন বলেন, ‘লক্ষ্য নিয়ে যাওয়া তো অবশ্যই ভালো। তাহলে সবাই বেশি মনোযোগী থাকব। ভারত-পাকিস্তানও আছে আসরে, এ ছাড়া কঠিন কন্ডিশনে খেলা। লড়াই সহজ হবে না। তারপরেও লক্ষ্য নিয়ে এগোতে হবে।’ বাংলাদেশ দলের ওপর প্রত্যাশা বেশি বলে চাপটাও বেশি। এরপরও শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে সুজন বলেন, ‘এমন নয় যে বাংলাদেশ আগে ফাইনালে খেলেনি। যেহেতু আমরা ফাইনাল খেলেছি, স্বপ্নও দেখতেই পারি শিরোপা জয়ের। আফগানিস্তান বলেন বা শ্রীলংকা বলেন সবার সঙ্গেই চাপ থাকবে আমাদের। চাপ কাটিয়ে কীভাবে ভালো করা যায় এটাই দেখার।’ ৫০ ওভারের ফরমেটে বাংলাদেশ তুলনামূলক ভালো দল। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সবের্শষ আসরের সেমিফাইনালিস্ট। শ্রীলংকা, আফগানিস্তানের ওপরে র‌্যাংকিংয়ে অবস্থান তাদের। তাই এশিয়া কাপে দারুণ কিছুর স্বপ্ন দেখছেন সুজন, ‘এই ফরম্যাটে আমরা সবসময় ভালো ক্রিকেট খেলি। অনুশীলনও ভালোভাবে হয়েছে। সব মিলিয়ে তৃপ্তি আছে। যদি কারও ইনজুরি না হয়, সব ঠিক থাকে তাহলে এবার ভালো সুযোগ আছে। ওয়েস্ট ইন্ডিজ থেকে আসার পরে দলের আত্মবিশ্বাস অনেক বেশি। আমার মনে হয়, সব মিলিয়ে আমরা ভালো ক্রিকেট খেলব।’