আলো ছড়াল মেসিহীন আজেির্ন্টনা

ব্রাজিলকে জেতালেন নেইমার-ফিরমিনো

প্রকাশ | ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
যুক্তরাষ্ট্রের বিপক্ষে পেনাল্টি থেকে গোলের পর ব্রাজিলিয়ান তারকা নেইমারের উচ্ছ¡াস Ñওয়েবসাইট
ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপ থেকে আজেির্ন্টনার বিদায়ের পর থেকে একটা প্রশ্ন উঁকি দিচ্ছে সবার মনেÑ লিওনেল মেসি কি অবসরে চলে গেলেন? মাস দুয়েক পেরিয়ে গেলেও এখনও এই প্রশ্নের জবাব মেলেনি। আজেির্ন্টনার ভারপ্রাপ্ত কোচ লিওনেল স্কোলানিকে শুক্রবার মেসি প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি পুরনো উত্তরই দিয়েছেন- ‘জাতীয় দলে তার খেলার বিষয়ে আমি অনিশ্চিত।’ তবে প্রীতিম্যাচে গুয়েতেমালার বিপক্ষে জয় পেতে কোনো সমস্যা হয়নি মেসিহীন আজেির্ন্টনার। অভিষিক্ত দুই তরুণ জিয়াভান্নি সিমিওনে-গঞ্জালো মাটিের্নজ আর জিওভানি লো সেলসোর গোলে ৩-০ ব্যবধানে জিতেছে আলবিসেলেস্তেরা। অপর প্রীতিম্যাচে যুক্তরাষ্ট্রকে ২-০ গোলে হারিয়েছে নেইমারের ব্রাজিল। বিশ্বকাপের পর এটি ছিল আজেির্ন্টনার প্রথম ম্যাচ। গুয়েতেমালার বিপক্ষে একটা তরুণ দলই নামিয়েছেন স্কালোনি। বিশ্বকাপে সুযোগ না পাওয়া মাউরো ইকাদির্ আর পাওলো দিবালা এই ম্যাচেও ছিলেন সাইডবেঞ্চে। তবে তরুণরা হতাশ করেনি কোচকে। প্রথমাধের্ই গুয়েতেমালার জালে তিনবার বল জড়ান সিমিওনে-লো সেলসোরা। ২৭ মিনিটে প্রথম গোল করেন গঞ্জালো মাটিের্নজ। আর মিনিট বাদে ব্যবধান দ্বিগুণ করেন পিএসজি তারকা লো সেলসো। বিরতির মিনিটখানেক আগে অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ ডিয়েগো সিমিওনের ছেলে জিয়াভান্নি সিমিওনে তৃতীয়বারের মতো বল জড়ান জালে। অভিষেকটা তাই স্মরণীয়ই হয়ে থাকল তার। যদিও র‌্যাংকিংয়ে ১৪৬ নাম্বারে থাকা দলের বিপক্ষে দ্বিতীয়াধের্ আর কোনো গোল আদায় করে নিতে পারেননি তারা; তবে এই জয়টা নিঃসন্দেহে হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে আজেির্ন্টনা শিবিরে। আজেির্ন্টনার প্রতিবেশী ব্রাজিলও বিশ্বকাপের পর নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামে। নিউ জাসিের্ত স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে বেশ শক্তিশালী একাদশ নামান তিতে। অ্যালিসন-সিলভাদের পাশাপাশি ছিলেন পিএসজি তারকা নেইমারও। মেটলাইফ স্টেডিয়ামে ১১ মিনিটে প্রথম গোলের দেখা পায় ব্রাজিল। ডগলাস কস্তার ক্রস থেকে জালে বল জড়ান লিভারপুল ফরোয়াডর্ ফিরমিনো। মধ্যাহ্ন বিরতির আগমুহূতের্ পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করে ফেলেন অধিনায়ক নেইমার। সেলেকাওদের হয়ে এটি ছিল তার ৫৮তম গোল। আর মাত্র চার গোল পেলে ব্রাজিলের ইতিহাসে দ্বিতীয় সবোর্চ্চ গোলদাতা কিংবদন্তি রোনালদোকে ছুঁয়ে ফেলবেন নেইমার। তবে পারফরম্যান্সের বিচারে নেইমারকে ছড়িয়ে গেছেন লুইস সুয়ারেজ। মেক্সিকোর বিপক্ষে উরুগুয়ের ৪-১ ব্যবধানের জয়ে জোড়া গোল করেছেন বাসেের্লানা তারকা। এদিকে, মিচি বাতসুয়াইয়ের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৪-০ ব্যবধানে বিধ্বস্ত করেছে বেলজিয়াম। একবার করে জালে বল জড়িয়েছেন চেলসি তারকা ইডেন হ্যাজাডর্ আর ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার রোমেলু লুকাকু। তবে উয়েফা নেশন্স লিগের ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ইতালি। প্রথমাধের্ শেষের দিকে পিছিয়ে পড়েছিল আজ্জুরিরা। এরপর ৭৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতা এনে দেন জজির্নহো।