হতাশা কাটিয়ে উঠছেন নেইমাররা

প্রকাশ | ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
অনেকে ধরেই নিয়েছিল- রাশিয়া থেকে বিশ্বকাপ ট্রফি না নিয়েই দেশে ফিরবে ব্রাজিল ফুটবল দল। কিন্তু সেলেকাওরা কোয়াটার্র ফাইনালের বেশি যেতে পারেনি। বেলজিয়ামের বিপক্ষে অপ্রত্যাশিত ওই হারটা ছিল দুঃস্বপ্নের মতো। তবে শনিবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ জয়ের পর কোচ তিতে জানিয়েছেন, বিশ্বকাপ-দুঃখ ভুলে যেতে শুরু করেছেন নেইমাররা। বিশ্বকাপের পর এটাই ছিল ব্রাজিলের প্রথম ম্যাচ। অতীত ভুলে এই ম্যাচে নিজেদের সেরা পারফরম্যান্সটাই দেখিয়েছে পঁাচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। গোল পেয়েছেন স্থায়ী অধিনায়ক নেইমার আর রবাতোর্ ফিরমিনো। যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই জয়ের মাধ্যমে ব্রাজিলের নতুন শুরু হল। আগামী বছর ঘরের মাঠে কোপা আমেরিকা আর ২০২২ সালের কাতার বিশ্বকাপে ভালো করতে দৃঢ় প্রত্যয়ী ব্রাজিল। কাজেই মন থেকে সব দুঃস্মৃতি মুছে দিতে চান দলের খেলোয়াড়রা। তিতে যেমনটা বললেন, ‘আমরা বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার বেদনা আর হতাশা ধীরে ধীরে কাটিয়ে উঠছি। এই ম্যাচেই তার কিছু নমুনা মিলেছে।’