জিম্বাবুয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ রাজা

প্রকাশ | ১০ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
জিম্বাবুয়ে ক্রিকেটের (জেডসি) নতুন কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন সিকান্দার রাজা। বোডের্র সঙ্গে আগের চুক্তির শতর্ ভঙ্গ করাই এই ব্যাটসম্যানের বাদ পড়ার কারণ। শনিবার এক বিবৃতিতে জেডসি জানিয়েছে, বোডের্র অনাপত্তিপত্র (এনওসি) ছাড়াই ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটে খেলেছেন রাজা। পরবতীের্ত এনওসির জন্য আবেদন করেছিলেন, যেটা গ্রহণ করেনি বোডর্। শুধু তাই নয়, কানাডার গেøাবাল টি২০ টুনাের্মন্টে খেলার চুক্তিও বাতিল করা হয়। বিবৃতিতে জেডসি বলেছে, ‘কোনো খেলোয়াড়কে কেন্দ্রীয় চুক্তিতে রাখার বিষয়ে কেবল তার পরিসংখ্যান, ফিটনেস এবং পারফরম্যান্সের দিকেই দৃষ্টি রাখে না, তার আচরণ, শৃঙ্খলা আর নিবেদনের প্রতিও অধিক গুরুত্ব দেয় বোডর্। দুভার্গ্যজনকভাবে রাজা সব শতর্ পূরণে ব্যথর্। এ কারণেই কমিটি তাকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়েছে। এই চুক্তিতে তারাই আছে, যারা ধারাবাহিকভাবে পেশাদারিত্ব এবং দেশের প্রতি দায়বদ্ধতার পরিচয় দিয়েছে।’ কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয়া হলেও রাজার জন্য জিম্বাবুয়ে জাতীয় দলের দরজা খোলাই রাখছে জেডসি। তবে পাকিস্তানি বংশোদ্ভূত ব্যাটসম্যান সন্দিহান। আগেই এক টুইটবাতার্য় তিনি জানিয়ে রেখেছেন, আসন্ন দক্ষিণ আফ্রিকা আর বাংলাদেশ সফরের দলে হয়তো তাকে রাখা হবে না।