জরিমানার খড়্গে অ্যান্ডারসন

প্রকাশ | ১০ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
বিরাট কোহলির বিপক্ষে এলবিডবিøউর জোরালো আবেদন করেছিলেন। জিমি অ্যান্ডারসনের সেই আবেদনে সাড়া দেননি আম্পায়ার কুমার ধমের্সনা। তাতেই মেজাজ খুইয়ে বসেন ইংলিশ পেসার, আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করে জুড়ে দেন তকর্। এই ঘটনার জেরে অ্যান্ডারসনের ওপর নেমে এসেছে জরিমানার খড়্গ। ম্যাচ ফির ১৫ ভাগ জরিমানা গুনতে হচ্ছে বষীর্য়ান পেসারকে। একইসঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। ওভালে ভারত আর ইংল্যান্ডের মধ্যে চলমান সিরিজের পঞ্চম এবং শেষ টেস্টের দ্বিতীয় দিনে ঘটেছে ঘটনাটি। ভারতের ইনিংসের তখন ২৯তম ওভার চলছে, ১৬ রান নিয়ে ব্যাট করছিলেন কোহলি। ওই ওভারে অ্যান্ডারসনের করা বলটি আঘাত হানে ভারতীয় দলপতির প্যাডে। জোরালো আবেদন করেন অ্যান্ডারসন। আম্পায়ার ধমের্সনা তাতে সাড়া না দেয়ায় রিভিউ নেয় ইংল্যান্ড। আম্পায়ার নটআউট দেয়াতে রিভিউতেও বেঁচে যান কোহলি। ওই ওভারের শেষে আম্পায়ার ধমের্সনার কাছে গচ্ছিত ক্যাপ আর জাম্পার আনতে গিয়ে উত্তেজিত হয়ে কথা বলেন অ্যান্ডারসন। তার অমন ব্যবহারের কারণে বিষয়টা ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট পযর্ন্ত গড়ায়। দিন শেষে ম্যাচ রেফারির কাছে নিজের ভুল স্বীকার করে নেন অ্যান্ডারসন। ফলে এ বিষয়ে আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। তবে ২০১৬ সালে আইসিসির নতুন আইন প্রবতের্নর পর করা প্রথম অপরাধ থেকে বিনা সাজায় মুক্তি পাননি ইংলিশ পেসার।