মাসেের্লার চোট গুরুতর নয়

প্রকাশ | ২৯ জুন ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
সাবির্য়ার বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের জন্য এক ভয়ানক খবর দিয়ে শুরু হয়। ম্যাচের মাত্র ৯ মিনিটের মাথায় চোট নিয়ে মাঠ ছাড়তে হয় মাসেের্লাকে। দানিলো এবং ডগলাস কস্তার পর তৃতীয় খেলোয়াড় হিসেবে ইনজুরিতে পড়ে সেলেকাওদের চিন্তা বাড়িয়েছেন রিয়াল মাদ্রিদে খেলা এই লেফট উইংব্যাক। তবে তার চোট গুরুতর নয়, এমনটাই জানানো হয়েছে ব্রাজিল শিবির থেকে। চোট নিয়ে মাসেের্লা মাঠ ছাড়ার পর তাকে হাসপাতালে ভতির্ করা হয়। গুরুত্বপূণর্ ম্যাচে ইনজুরি আক্রান্ত হয়ে কঁাদতে থাকেন ব্রাজিলিয়ান তারকা ডিফেন্ডার। এক পযাের্য় জাসির্ টেনে মুখ ঢেকে ফেলেন। ধীরে ধীরে মাঠ ছেড়ে যান। তার বদলে খেলতে নামেন ফিলিপ লুইস। মাসেের্লাকে ছাড়াই সাবির্য়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে ব্রাজিল। তবে পরের ম্যাচে কি মাসেের্লাকে পাবে দল? তার ইনজুরি কতটা গুরুতর? এই প্রশ্নের উত্তর খুঁজছে ব্রাজিলসহ ফুটবল বিশ্ব। সমথর্কদের অভয় দিচ্ছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। আঘাত কতটা গুরুতর শুরুতে সেটা অস্পষ্ট হলেও পরে কনফেডারেশন জানিয়েছে, মাসেের্লার আঘাত গুরুতর নয়। এক বিবৃতিতে ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানিয়েছে, ‘মাসেের্লার ব্যাপারে তথ্য হলো, ম্যাচের শুরুর দিকে তিনি মেরুদÐে ব্যথা অনুভব করেন। যার ফলে খেলা চালিয়ে নিতে পারছিলেন না। আমরা প্রাথমিক চিকিৎসা দেয়ার পর সে এখন সুস্থ। আশা করছি শিগগিরই মাঠে ফিরবেন মাসেের্লা।’ ব্রাজিলের পরের ম্যাচ ২ জুলাই। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সেদিন তাদের প্রতিপক্ষ মেক্সিকো। ওই ম্যাচে মাসেের্লাকে খুব করেই দরকার ব্রাজিলের। সাবির্য়া ম্যাচে তিনি মাঠ ছেড়ে যাওয়ার পর তার প্রয়োজনীয়তা আরও ভালোভাবে অনুভব করেছে সেলেকাওরা। তার অনুপস্থিতির সুযোগ নিয়ে বামপ্রান্ত দিয়ে ব্রাজিলের রক্ষণে যথেষ্টই ভীতি ছড়িয়েছে সাবির্য়া। নকআউট পবের্ মেক্সিকোও নিশ্চয় সুযোগটা নিতে চাইবে।