বিহারি-জাদেজার ব্যাটে ভারতের লড়াই

প্রকাশ | ১০ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
৫৬ রানের ইনিংস খেলার পথে হানুমা বিহারি। রবিন্দ্র জাদেজার সঙ্গে সপ্তম উইকেটে ৭৭ রানের জুটি গড়ে ভারতকে লড়াইয়ে রাখেন এই অভিষিক্ত ক্রিকেটার Ñওয়েবসাইট
সিরিজের মীমাংসা চতুথর্ টেস্টেই হয়ে গিয়েছিল। পঞ্চম ও শেষ ম্যাচটা তাই কেবল আনুষ্ঠানিকতা ভারতের জন্য। সেই সুবাদে দলে কিছু পরিবতর্ন এলো। সাদা পোশাকে প্রথম ম্যাচ খেলতে নামলেন হামুনা বিহারি। আগের চার ম্যাচে উপেক্ষিত রবিন্দ্র জাদেজাকেও সুযোগ দেয়া হলো। দুজনই সুযোগটা কাজে লাগালেন। তাদের ব্যাটিং দৃঢ়তায় ওভাল টেস্টে তৃতীয় দিনের প্রথম সেশনটা ভালোভাবেই পার করেছে ভারত। এই সেশনে মাত্র এক উইকেট হারিয়ে ৬৬ রান যোগ করে সফরকারীরা। তাতে ৭ উইকেটে তাদের সংগ্রহ দঁাড়িয়েছে ২৪০ রান। তবে স্বাগতিক ইংল্যান্ডের চেয়ে তখনও ৯২ রানে পিছিয়ে ছিল বিরাট কোহলি ব্রিগেড। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৩৩২ রানের জবাবে দ্বিতীয় দিনে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি ভারত। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা। পড়ন্ত বিকেলে তাদের আরও বিপদে ফেলে দেন বেন স্টোকস। ৬ রানের ব্যবধানে তিনি তুলে নেন অধিনায়ক কোহলি (৪৯) আর ঋষভ পান্তের (৫) উইকেট। ১৬০ রানে ৬ উইকেটে হারিয়ে চাপে পড়ে যায় ভারত। এরপর বাকিটা সময় আর কোনো বিপদ হতে দেননি অভিষিক্ত বিহারি আর জাদেজা। স্কোরবোডের্ আর ১৪ রান যোগ করে দ্বিতীয় দিন শেষ করেন তারা। তৃতীয় দিনেও চমৎকার ব্যাটিং করেছেন বিহারি-জাদেজা। ক্যারিয়ারের অভিষেক টেস্ট হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন বিহারি। যদিও মধ্যাহ্ন বিরতির অল্প কিছুক্ষণ আগে মঈন আলির শিকার হয়ে ফেরেন এই ডানহাতি। ১২৪ বল মোকাবেলায় সাত বাউন্ডারি আর এক ওভার বাউন্ডারিতে ৫৬ রানের একটি ইনিংস উপহার দেন তিনি। অভিষেকে ছয় নম্বরে ব্যাট করে নামা কোনো ভারতীয় ব্যাটসম্যানের পক্ষে এটি পঞ্চম সবোর্চ্চ। বিহারির বিদায়ের ২ ওভার বাদেই উইকেটের বেল তুলে নেন আম্পায়ার। লেজের ব্যাটসম্যানদের নিয়ে বেশ কয়েকটি কাযর্করী ইনিংস উপহার দিয়েছিলেন ইংল্যান্ডের জস বাটলার। ভারত তাকিয়ে থাকবে জাদেজার ব্যাটের দিকে। ইশান্ত শমার্র (১) সঙ্গে ৪১ রানে অপরাজিত আছেন এই অলরাউন্ডার। তিনি দলকে কতটুকু এগিয়ে নিতে পেরেছেন, সেই উত্তর নিশ্চয়ই এতক্ষণে পেয়ে গেছেন সবাই।