নেইমারের খেলায় বিস্মিত পিএসজি কোচ টুখেল

প্রকাশ | ২২ অক্টোবর ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ঘরের মাঠে ১৬ বছরের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের গ্রম্নপ পর্বে প্রথম হার। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলোয়াড়দের ছন্দ হারানো দেখে ভীষণ বিরক্ত পিএসজি কোচ টমাস টুখেল। মনোযোগের ঘাটতি, সঙ্গে লক্ষ্যহীন ফুটবল- সব মিলিয়ে দল যেভাবে খেলেছে, তাতে এই ম্যাচে তাদের জেতা সম্ভব ছিল না বলে মনে করেন জার্মান কোচ। প্যারিসে মঙ্গলবার 'এইচ' গ্রম্নপের ম্যাচে নেইমার-এমবাপে-দি মারিয়াদের ধারহীন ফুটবলে ২-১ গোলে হেরে যায় পিএসজি। ব্রম্ননো ফের্নান্দেসের গোলে পিছিয়ে পড়ার পর আশার আলো হয়ে এসেছিল অঁতনি মার্সিয়ালের আত্মঘাতী গোল; কিন্তু শেষ দিকে মার্কাসর্ যাশফোর্ডের দারুণ গোলে হার মানে গতবারের রানার্সআপরা। ২০১৮-১৯ মৌসুমেও শেষ সময়ের্ যাশফোর্ডের পেনাল্টি গোলে ঘরের মাঠে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল পিএসজি। দল যেভাবে খেলেছে, তাতে জয়ের কোনো সম্ভাবনাই ছিল না বলে ম্যাচ শেষে মন্তব্য করেন টুখেল, 'আজ আমাদের পক্ষে জেতা সম্ভব ছিল না। আমি জানি না কেন আমাদের খেলায় ছন্দ ও মনোযোগ ছিল না। অবাক করা ব্যাপার। প্রথমার্ধে আমরা যথেষ্ঠ ভালো ছিলাম না, আমরা দল হিসেবে সেভাবে খেলিনি।'