বার্সা-জুভেন্টাসের স্বস্তির জয়

প্রকাশ | ২২ অক্টোবর ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
অধিনায়ক লিওনেল মেসি গোল করলেন ও করালেন। জালের দেখা পেলেন আক্রমণভাগের অন্য তারকারাও। নজরকাড়া পারফরম্যান্সে উয়েফা চ্যাম্পিয়নস লিগের উদ্বোধনী দিনে আলো ছড়িয়েছে বার্সেলোনা। মঙ্গলবার রাতে 'জি' গ্রম্নপের ম্যাচে ফেরেন্সভারোসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা। স্কোর শিটে নাম তুলেছেন লিওনেল মেসি, আনসু ফাতি, ফিলিপে কুতিনহো, পেদ্রি ও উসমান ডেম্বেলে। একই গ্রম্নপে রাতের অপর ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই স্বস্তির জয় পেয়েছে জুভেন্টাস। করোনায় আক্রান্ত রোনালদোর অভাবি একটু বুঝতে দিলে না আলভারো মোরাতা। ধারে খেলতে আসা অ্যাটলেটিকো মাদ্রিদের এই ফরেয়ার্ডের জোড়া লক্ষ্যভেদে ডায়নামো কিয়েভকে ২-০ গোলে হারিয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। ঘরের মাঠে ২৭ মিনিটে স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। শুরুর দিকে অস্বস্তিতে ভোগা বার্সা ছন্দ ফিরে পায় বিরতির আগে। ডি ইয়ংয়ের সঙ্গে ওয়ান-টুর সমন্বয়ে জালে বল পাঠিয়ে স্কোর ২-০ করেন আনসু ফাতি। স্বাগতিক হিসেবে ধীরে ধীরে ম্যাচের পুরোনিয়ন্ত্রণ নিয়ে নেয় বার্সাই। দ্বিতীয়ার্ধের শুরুতে মেসি, ফাতি ও কুতিনহোর অসাধারণ পাসিং ফুটবলে স্কোর হয় ৩-০। গোলটি করেছেন কুতিনহো। তবে আক্রমণে ধার বাড়ানো বার্সা ভুল করে বসে ৭০ মিনিটে। জেরার্ড পিকে ফাউল করলে পেনাল্টি পায় ফেরেন্সভারোস। একটি গোল হজম করার সঙ্গে ১০ জনের দলেও পরিণত হতে হয় স্বাগতিকদের। ফেরেন্সভারোসের ফেরার সব আশা শেষ হয়ে পেদ্রির গোলে স্কোর ৪-১ করার পর। শেষ গোলটি ছিল মেসির বানিয়ে দেওয়া। একটি ডিফেন্ডারকে কাটিয়ে তার দেওয়া পাস থেকেই গোলটি করেছেন ডেম্বেলে। তাতে ৫-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।