সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২২ অক্টোবর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
সবুজ সংকেতের অপেক্ষায় হকি ফেডারেশন ক্রীড়া প্রতিবেদক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২১ থেকে ৩০ জানুয়ারি ঢাকায় যে অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকি হওয়ার কথা রয়েছে, তা নিয়ে এখনো সরকারি অনুমতি পায়নি বাংলাদেশ হকি ফেডারেশন। ওই সময় দেশে করোনাভাইরাস পরিস্থিতি কেমন থাকে তার ওপরই নির্ভর করছে সবকিছু। বিষয়টি নিয়ে সরকার ও এশিয়ান হকি ফেডারেশনের সঙ্গে যোগাযোগ রাখছে হকি ফেডারেশন। মঙ্গলবার ছিল হকি ফেডারেশনের নির্বাহী কমিটির সভা। যেখানে আলোচনা হয়েছে বিষয়টি নিয়ে। এ বিষয়ে ফেডারেশনের সভাপতি বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বলেন, 'অনূর্ধ্ব-২১ হকি আয়োজনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি গুরুত্বপূর্ণ। আমরা সরকারের সঙ্গে আলোচনা করব। টুর্নামেন্টে কিছু দিন পিছিয়ে দিতে হলে দেব। তবে ঢাকায়ই হবে। কারণ, আমরা কষ্ট করে টাকা দিয়ে আয়োজক হয়েছি।' অংশগ্রহণকারী দলগুলোকে অভয় দিচ্ছে ফেডারেশন। সভাপতি বলেন, 'আমি এশিয়ান হকি ফেডারেশনের প্রধান নির্বাহী তৈয়ব ইকরামের সঙ্গে কথা বলেছি। আমরা তো স্বাস্থ্য বিষয়ে এক্সপার্ট না! ওমান বলেছে আসবে না। ওদের দূতাবাসকে জানিয়েছি বাংলাদেশে আসলে বেশি ভালো থাকবে। আমরা প্রতিটি দলকে প্রতিশ্রম্নতি দিয়েছি যারা আসবেন খেলতে তাদের কোনো সমস্যা হলে চিকিৎসাও আমরা করাব।' অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকি আগামী বছর অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপেরও বাছাইপর্ব। শীর্ষ চারটি দল বিশ্বকাপে কোয়ালিফাই করবে। ১০ দেশ দুই গ্রম্নপে ভাগ হয়ে অংশ নেবে। ইতোমধ্যে গ্রম্নপিং ও ফিকশ্চারও হয়েছে। বালাদেশ 'এ' গ্রম্নপে খেলবে ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া ও চাইনিজ তাইপের সঙ্গে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের মিশন। অন্য গ্রম্নপের দেশগুলো হচ্ছে- মালয়েশিয়া, জাপান, চীন, উজবেকিস্তান ও সিঙ্গাপুর। টানা দুই সেঞ্চুরি ধাওয়ানের অনন্য কীর্তি ক্রীড়া ডেস্ক ১৩ বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ২৬৭ ম্যাচে কোনো সেঞ্চুরি ছিল না তার। সেই শিখর ধাওয়ান পর পর দুই ম্যাচে করলেন দুই সেঞ্চুরি! প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে এমন কীর্তি গড়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। দুবাইয়ে মঙ্গলবার দিলিস্ন ক্যাপিটালসের হয়ে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ৬১ বলে অপরাজিত ১০৬ রান করেন ধাওয়ান। আগের ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে রান তাড়ায় ৫৮ বলে করেছিলেন অপরাজিত ১০১। পাঞ্জাবের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে দলকে বলতে গেলে একাই টানেন ধাওয়ান। ২৮ বলে স্পর্শ করেন পঞ্চাশ। পরের ২৯ বলে পৌঁছে যান তিন অঙ্কে। তার দারুণ সেঞ্চুরিতে দিলিস্ন ৫ উইকেটে তোলে ১৬৪ রান। ১২ চার ও ৩ ছক্কায় ইনিংসটি সাজান ধাওয়ান। দলের আর কেউ ১৪ রানের বেশি করতে পারেননি। ইনিংসটির পথে পঞ্চম ক্রিকেটার হিসেবে আইপিএলে পাঁচ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন ধাওয়ান। অন্য চারজন হলেন- বিরাট কোহলি, সুরেশ রায়না, রোহিত শর্মা ও ডেভিড ওয়ার্নার।