দাপুটে বায়ার্ন, হেরেছে রিয়াল

প্রকাশ | ২৩ অক্টোবর ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বুধবার অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে গোল করার পর বায়ার্ন মিউনিখের খেলোয়াড়দের বাঁধভাঙা উচ্ছ্বাস -ওয়েবসাইট
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন তারা। কেন চ্যাম্পিয়ন, সেটাই আবার করে দেখালো বায়ার্ন মিউনিখ। ইউরোপের 'শক্তিশালী রক্ষণ' খ্যাত অ্যাটলেটিকো মাদ্রিদকে গোলবন্যায় ভাসিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে জার্মান চ্যাম্পিয়নরা। আগস্টে ইউরোপসেরার মুকুট জিতেছিল যারা গোলে, সেই কিংসলে কোমানের জোড়া লক্ষ্যভেদে আলিয়াঞ্জ অ্যারেনায় বুধবার রাতে 'এ' গ্রম্নপের ম্যাচে মাদ্রিদের ক্লাবটিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন। রাতের অপর ম্যাচগুলোয় লিভারপুল, ম্যানচেস্টার সিটি, অলিম্পিয়াকোস ও আটালান্টা জিতলেও হার দেখেছে রিয়াল মাদ্রিদ। শাখতার দোনেৎস্কের কাছে ৩-২ গোলে হার মেনেছে জিদানের দল। লিসবনের ফাইনালে পিএসজিকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি জিতেছিল বায়ার্ন। একমাত্র গোলটি করা কোমান নতুন মৌসুম শুরু করলেন যেন সেখান থেকেই। নিজে করলেন দুটো গেল, আরেকটি করালেন লিয়োন গোরেৎকা দিয়ে। সঙ্গে কোরেনতিঁ তোলিসো জাল খুঁজে পেলে চ্যাম্পিয়নদের মতো করেই ২০২০-২১ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ শুরু করলো বায়ার্ন। ঘরের মাঠ আলিয়েঞ্জ অ্যারেনায় ২৮ মিনিটে ব্যাভারিয়ানদের এগিয়ে নেন কোমান। ইয়োশুয়া কিমিচের ভাসিয়ে দেওয়া বল ডি বক্সের ভেতরে প্রথমে বাঁ পায়ে নিয়ন্ত্রণে নেন, এরপর ডান পায়ে আড়াআড়ি শটে পাঠিয়ে দেন জালে। দ্বিতীয়ার্ধেই বায়ার্ন ব্যবধান দ্বিগুণ করে গোরেৎকার গোলে। এবার অ্যাসিস্টের ভূমিকায় কোমান। দ্বিতীয়ার্ধেও খেলায় ফিরতে পারেন অ্যাটলেটিকো। বরং ৬৬ মিনিটে তোলিসোর চোখ ধাঁধানো গোলে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। স্মৃতি পাতায় সাজিয়ে রাখার মতো এক গোল করেছেন তোলিসো। ফরাসি মিডফিল্ডার বক্সের অনেকটা বাইরে আচমকা শট নিলে একেবারে গোলপোস্টের কোণা দিয়ে জড়িয়ে যায় জালে। অ্যটলেটিকো গোলকিপার ইয়ান ওবলাকের কিছুই করার ছিল না। আর ৭২ মিনিটে বিধ্বস্ত অ্যটলেটিকোর কফিনে শেষ পেরেকটি মারেন কোমান। এবার চমৎকার একক প্রচেষ্টায় বোকা বানান ওবলাককে। তাতে ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন। এদিকে চ্যাম্পিয়ন্স লিগের রাজা তারা, সবচেয়ে বেশিবার জয়ী। সেই রিয়াল মাদ্রিদকে তাদেরই ঘরে এসে বেশ ভুগিয়ে গেল শাখতার দোনেৎস্ক। ইউক্রেনের ক্লাবটির কাছে হেরে নতুন মৌসুম শুরু করেছে জিনেদিন জিদানের শিষ্যরা। আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে 'বি' গ্রম্নপের ম্যাচে রিয়ালকে ৩-২ গোলে হারিয়েছে শাখতার। ঘরের মাঠে শেষ লিগ ম্যাচে কাদিজের কাছে হারের স্মৃতি নিয়ে নামা রিয়াল ২৯ মিনিটে পিছিয়ে পড়ে টেটের গোলে। চার মিনিট পর রিয়ালে ফের ধাক্কা। এবার রাফায়েল ভারানে নিজেদের জালেই বল জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করে দেন প্রতিপক্ষের। মধ্য বিরতির আগে, ম্যাচের ৪২ মিনিটে সেটি ৩-০ করে ফেলে শাখতার, মানোর সলোমনের গোল। সেই ২০০৫ সালে লিওঁর বিপক্ষে সবশেষ প্রথমার্ধে তিন গোল হজম করেছিল রিয়াল, দেড় দশক পর আবারও স্মৃতির ধুলোঝাড়া। দ্বিতীয়ার্ধে ফিরে ঘুরে দাঁড়াতে মরিয়া রিয়াল অনেকটা সফলও হয়। ৫৪ মিনিটে লুকা মাদ্রিচ ও ৫৯ মিনিটে ভিনিসিয়াস জুনিয়র গোল করে ম্যাচ জমিয়ে তোলেন। আর যোগ করা সময়ে ফেদেরিকো ভালভার্দের শট জাল খুঁজে নিয়েছিল। কিন্তু ভিএআরের সাহায্যে সেই গোল বাতিল করে দেন রেফারি, ভিনিসিয়াস ছিলেন অফসাইডে। তাতে অন্তত ড্রটাও মেলেনি রিয়ালের। এদিকে দাপুটে জয় দিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু করেছে আটালান্টা। গত মৌসুমেও আলো ছড়ানো ইতালিয়ান ক্লাবটি ৪-০ গোলে জিতে ফিরেছে ডেনিশ ক্লাব মিটজিল্যান্ডের মাঠ থেকে। অলিম্পিয়াকোস ঘরের মাঠে ১-০ গোলে হারিয়েছে অলিম্পিক মার্সেইকে। আর নিজেদের মাঠে ইন্টার মিলান ২-২ গোলে ড্র করেছে বরুসিয়া মগস্নাডবাখের সঙ্গে। শুরুতে পিছিয়ে পড়েও পোর্তোকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানসিটি। আর আত্মঘাতী গোলে আয়াক্সের বিপক্ষে ১-০ গোলের জয় পায় লিভারপুল।