বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ২৩ অক্টোবর ২০২০, ০০:০০

বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক ম্যারাথনের অনুমতি মিলেছে

ক্রীড়া প্রতিবেদক

আগামী বছর 'বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক ঢাকা ম্যারাথন ২০২১' আয়োজনের অনুমতি দিয়েছে এশিয়ান অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন। বিশেষ এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে ২০২১ সালের ২৬ মার্চ।

বৃহস্পতিবার এক মতবিনিময় সভায় এই তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। অনুমোদন পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে উপলক্ষ করে আমরা আগামী বছরের ১৭ মার্চ কিংবা ২৬ মার্চে 'বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক ঢাকা ম্যারাথন ২০২১' আয়োজন করতে এশিয়ান অ্যাথলেটিক অর্গানাইজেশনের কাছে অনুমোদন চেয়েছিলাম।'

তিনি আরও বলেন, 'এশিয়ান অ্যাথলেটিক অর্গানাইজেশন আমাদের সেই আবেদন বিবেচনায় নিয়ে ওয়ার্ল্ড অ্যাথলেটিক অর্গানাইজেশনের সঙ্গে সমন্বয় করে আগামী বছরের ২৬ মার্চ ম্যারাথন আয়োজনের অনুমতি দিয়ে তা ক্যালেন্ডারভুক্ত করেছে। এটা নিঃসন্দেহে ঢাকাবাসী তথা দেশবাসীর জন্য সম্মানের।'

রিয়ালকে পথে ফেরাতে পারব : জিদান

ক্রীড়া ডেস্ক

বড্ড অচেনা এই রিয়াল মাদ্রিদ। যে দলটি গত মৌসুমে করোনাভাইরাস বিরতির পর জাদুর কাঠির ছোঁয়ায় লা লিগা জিতেছিল, সেই তারাই ২০২০-২১ মৌসুমে ধুঁকছে। নিজেদের মাঠেই কিনা হারল টানা দুই ম্যাচ! বিশেষ করে, বুধবার চ্যাম্পিয়ন্স লিগে শাখতার দনেৎসস্কের বিপক্ষে ৩-২ গোলের হার কোচ জিনেদিন জিদানের ওপর চাপ আরও বাড়িয়েছে। যদিও ফরাসি কিংবদন্তি লাইনচু্যত রিয়ালকে পথে ফেরাতে নিজেকেই সঠিক ব্যক্তি হিসেবে মনে করছেন।

ইউরোপিয়ান প্রতিযোগিতায় নিজেদের উদ্বোধনী খেলার প্রথমার্ধে রিয়াল একেবারেই এলোমেলো হয়ে পড়েছিল শাখতারের বিপক্ষে। বিরতিতে যাওয়ার আগে ইউক্রেনিয়ান ক্লাব এগিয়ে ছিল ৩-০ ব্যবধানে। লস বস্নাঙ্কোসদের ব্যর্থতার চিত্র ফুটে উঠেছিল লিগের আগের ম্যাচেও। নবাগত কাদিজের কাছে হারতে হয় ১-০ গোলে।

বিবর্ণ রিয়ালের আত্মবিশ্বাসের ঘাটতি পরিষ্কার বোঝা গেছে। খেলায় সেই ধারও নেই। গত মৌসুমে খারাপ সময় পেছনে ফেলে লস বস্নাঙ্কোদের লিগ জেতানো জিদান নিজের ওপর বিশ্বাস রাখছেন। খারাপ পরিস্থিতি কাটিয়ে ওঠার সামর্থ্য তার আছে বলে জানিয়েছেন তিনি, 'এই পরিস্থিতি সামলানোর সামর্থ্য আমার আছে। আমি সেই চেষ্টাই করতে যাচ্ছি। একই সঙ্গে খেলোয়াড়েরাও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। আমরা এখন একটা সমাধান বের করতে চাইছি, আশা করছি আমরা সেটা খুঁজে বের করতে পারব। এখন আমরা শনিবারের ম্যাচের প্রস্তুতি নেবো। এল ক্লাসিকোর আগে হারের ধাক্কা কাটিয়ে ওঠার প্রত্যয় জিদানের কণ্ঠে।

চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে লড়াই এমনিতেই কঠিন পরীক্ষার জায়গা, এর ওপর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের ব্যর্থতা ভাবাচ্ছে জিদানকে।

সিরাজের বোলিংয়ে লন্ডভন্ড কলকাতা

ক্রীড়া ডেস্ক

বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে অসহায় আত্মসমর্পণ করেছে কলকাতা নাইট রাইডার্স। বুধবার রাতে টসজয়ী কলকাতা প্রথমে ব্যাট করে ৮ উইকেটে করতে পারে মাত্র ৮৪ রান। আইপিএল ইতিহাসেরই অন্যতম স্বল্প দৈর্ঘ্যের এই ইনিংস ৩৯ বল হাতে রেখেই টপকে ৮ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে বেঙ্গালুরু। ম্যাচের সেরা বেঙ্গালুরুর ডানহাতি পেসার মোহাম্মদ সিরাজ। তার বিধ্বংসী বোলিংয়েই কলকাতার এই হার, চার ওভারে ২টি মেডেনসহ মাত্র ৮ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট।

আইপিএল ম্যাচে প্রথম বোলার হিসেবে দুটি মেডেন ওভার করেছেন সিরাজ। নিজের প্রথম দুই ওভারে কোনো রান তো দেনইনি, নিয়েছেন তিন উইকেট। রাহুল ত্রিপাঠী, নিতিশ রানা ও টম ব্যান্টনকে ফেরান সিরাজ। বেঙ্গালুরুর বোলাররা সব মিলিয়ে এদিন চারটি মেডেন দিয়েছেন। সিরাজের দুটি ছাড়াও ক্রিস মরিস ও ওয়াশিংটন সুন্দর তাদের একটি করে ওভারে কোনো রান দেননি। আইপিএল ইতিহাসে এক ম্যাচে চারটি মেডেনের ঘটনা এই প্রথম। এর আগে এক ইনিংসে দুটির বেশি মেডেন হয়নি।

সব মিলিয়ে কলকাতার ব্যাটসম্যানরা ৭২টি বলে কোনো রান নিতে পারেননি। আইপিএল ইনিংসে যা দ্বিতীয় সর্বোচ্চ। সবচেয়ে বেশি ৭৫টি ডট বলের কৃতিত্ব এই কলকাতারই, গত বছর চেন্নাই সুপার কিংসের বিপক্ষে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<116182 and publish = 1 order by id desc limit 3' at line 1