ক্রিকেটাররা যাচ্ছেন ছুটিতে

প্রকাশ | ২৪ অক্টোবর ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
তিন দলের টুর্নামেন্ট বিসিবি প্রেসিডেন্টস কাপে অংশ নেওয়া ক্রিকেটাররা এবার বিশ্রামে যাচ্ছেন -ফাইল ফটো
বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী রোববার। টুর্নামেন্ট শেষে ক্রিকেটারদের দুই সপ্তাহ ছুটি তথা বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই বিরতিতে বিদেশি কোচেরা নিজ নিজ দেশে ফিরে যাবেন। এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির একটি সূত্র। নভেম্বরে শুরু হবে কর্পোরেট টি২০ লিগ। দীর্ঘ এই টুর্নামেন্টের পুরোটা সময়ই তামিম-মুশফিকদের জৈব সুরক্ষা বলয়ের আওতায় থাকতে হবে। এই কারণেই ক্রিকেটারদের মানসিকভাবে চাঙা রাখতে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে বিসিবির সেই কর্মকর্তা বলেন, 'আমার মনে হয় ক্রিকেটার ও কোচিং স্টাফদের জন্য একটা বিরতি দরকার। এ কারণে আমরা তাদের দুই সপ্তাহের বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।' জাতীয় দলের ব্যস্ততা না থাকলেও প্রেসিডেন্টস কাপের দলগুলোর সঙ্গে কাজ করছেন কোচিং স্টাফের সদস্যরা। তারাও এই বিরতিটা কাজে লাগাতে পারবেন বলে জানান বিসিবির সেই কর্তা। তবে কর্পোরেট টি২০ লিগ শুরু হলে আবারো তাদের বাংলাদেশে ফিরতে হবে। এর আগে গত বৃহস্পতিবার জাতীয় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছিলেন, ক্রিকেটারসহ সকলের জন্যই জৈব সুরক্ষা বলয়ে থাকা বেশ চ্যালেঞ্জিং ব্যাপার। এ ব্যাপারে ডমিঙ্গো বলেন, 'আমি আজ ৪৯তম দিন জৈব সুরক্ষা বলয়ে আছি। আমি হোটেলের বাইরে কোথাও যেতে পারছি না। হোটেলের মধ্যেই আমার দিন কাটছে। এটা সহজ নয়। এছাড়া ক্রিকেটাররা তিন সপ্তাহ ধরে জৈব সুরক্ষা বলয়ে আছে। এরই মধ্যে আমাকে দুয়েকজন বলেছে এটা কঠিন।'