বাফুফের সঙ্গে ঝামেলা মিটেছে কিংসের

প্রকাশ | ২৪ অক্টোবর ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
জাতীয় দলের সর্বোচ্চ ফুটবলার নিয়ে দল গড়েছে বসুন্ধরা কিংস। আর যখনই কোনো জাতীয় দলের ম্যাচ সামনে এসে দাঁড়ায় ঠিক তখনই তাদের ফুটবলার নিয়ে ঝামেলায় পড়তে হয় বাফুফের ন্যাশনাল টিমস কমিটিকে। কারণ কোনোবারই ক্লাবটি তাদের ফুটবলারদের আগে ছাড়তে চায় না। এবারও তারা বাফুফেকে জানায় ৯ নভেম্বরের আগে তারা তাদের খেলোয়াড় ছাড়তে পারবে না। তবে অবশেষে ওই সমস্যাটির সমাধান হয়েছে বলে শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাফুফে। আলোচনা সাপেক্ষে ঠিক হয়েছে কিংসের ফুটবলাররা জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন আগামী মঙ্গলবার। বাংলাদেশ নেপাল প্রীতি ফুটবল ম্যাচকে সামনে রেখে শুক্রবার থেকে শুরু হয়েছে জাতীয় ফুটবল দলের আবাসিক ক্যাম্প। যেখানে ডাক পাওয়া ৩৬ ফুটবলারের মধ্যে ১৪ জনই কিংসের ফুটবলার। বরাবরের মতোই এবারও জাতীয় দলের ক্যাম্পে রিপোর্টিংয়ের নির্ধারিত দিনে ফুটবলারদের পাঠাতে আপত্তি তুলেছে ক্লাবটি। তাদের কথায় দীর্ঘদিন অনুশীলন শেষে তাদের ফুটবলাররা বর্তমানে ছুটি কাটাচ্ছে। তাদের রিকভারি দরকার। তাই এ মুহূর্তে তারা ফুটবলার ছাড়তে পারবে না উলেস্নখ করে বৃহস্পতিবার রাতে বাফুফেকে চিঠি দেয়। এ বিষয়ে কিংসের ট্যাকনিক্যাল ডিরেক্টর বায়োজিদ আলম জোবায়ের নিপু বলেছেন, 'আমাদের খেলোয়াড়রা ১ সেপ্টেম্বর থেকে অনুশীলন করছে। এখন তারা ছুটিতে আছে। রিকভারি চলছে তাদের। তাই এখনি জাতীয় দলের ক্যাম্পে তাদের যোগ দেয়া সম্ভব হচ্ছে না।' বাংলাদেশ দলের ফিফা ফ্রেন্ডলি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৩ ও ১৭ নভেম্বর। নেপালের বিপক্ষের এই ম্যাচ দিয়ে একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে ও দীর্ঘ কয়েকমাসের বিরতি কাটিয়ে ফুটবলে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। ফ্রেন্ডলি হলেও ম্যাচ দুটি পাবে ফিফা টায়ার ওয়ানের মর্যাদা। যে কারণের্ যাংকিংয়েও যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই ম্যাচ দুটি। কিন্তু এমন ম্যাচের আগেই বেকে বসেছে কিংস। শুক্রবার যখন ক্যাম্প শুরু হতে যাচ্ছে ঠিক এর আগের রাতেই বাফুফেকে তারা জানিয়ে দেয় ঐদিন তাদের ফুটবলারদের তারা ছাড়তে পারছে না। এরপর তাদের সঙ্গে জরুরি আলোচনা করে বাফুফে এবং সেই সমস্যার সমাধানও করে। এ বিষয়ে বাফুফে তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে উলেস্নখ করে, 'গত ১ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত কিংসদের অনুশীলন কার্যক্রম চলমান ছিল। যে কারণে ক্লাব কর্তৃপক্ষ ১৫ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ফুটবলারদের ছুটি দিয়ে দেয়। এই খেলোয়াড়রা দীর্ঘ ৫০-৫৫ দিন অনুশীলনের মধ্যে ছিল। এমতাবস্থায় বাফুফের ন্যাশনাল টিমস কমিটি এই ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আগামী ২৭ অক্টোবর জাতীয় দলের আবাসিক ক্যাম্পে যোগ দেয়ার সিদ্ধান্ত নেয়।' তবে কিংসের দুই ফুটবলার মাসুক মিয়া জনি ও মতিন মিয়ার ইনজুরি সম্পূর্ণ ভালো না হওয়াতে আপাতত তাদের ক্যাম্পে নেয়া হচ্ছে না। তাই ১৪ ফুটবলারের মধ্যে ১২ ফুটবলার ২৭ তারিখ যোগ দেবেন জাতীয় ফুটবল দলের ক্যাম্পে। এদিকে দুই প্রবাসী ফুটবলারের মধ্যে তারিক কাজী ২৮ এবং জামাল ভুইয়া ২৯ অক্টোবর যোগ দেবেন। জেমিও তার কোচিং স্টাফ নিয়ে ঢাকায় আসবেন ২৯ অক্টোবর। সব মিলে পূর্ণাঙ্গ দল নিয়ে ৩০ অক্টোবরের আগে অনুশীলন শুরু হচ্ছে না বাংলাদেশের এটা নিশ্চিত।