হারার ভয়ে ফুটবল শুরু না করলে তো চলবে না : সালাউদ্দিন

প্রকাশ | ২৪ অক্টোবর ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ জাতীয় ফুটবল দল মাঠে ফিরতে যাচ্ছে আগামী নভেম্বরে। বাংলাদেশ-নেপাল প্রীতি ফুটবল ম্যাচই এখন দেশের ফুটবল অঙ্গনের প্রধান আলোচ্য বিষয়। শুক্রবার ঢাকার বেরাইদের ফর্টিজ ফুটবল একাডেমি পরিদর্শন করতে যান বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। সেখানে এক সংবাদ সম্মেলনে সালাউদ্দিন জানান, ফুটবল শুরু করাটাই এখন তার মূল লক্ষ্য। হারার ভয়ে ফুটবল শুরু না করলে তো আর খেলা মাঠে গড়াবে না এমন মন্তব্য করেন তিনি। তার কথায়, 'নেপালের ম্যাচ খেলা নিয়ে দু'রকম স্টেটম্যান্ট আছে। একটা হলো ফুটবলাররা দীর্ঘদিন অনুশীলনে নেই। আমরা খেলা হারতে পারি। এটা খুবই বাস্তবসম্মত প্রশ্ন। কারণ ছ'মাস ধরে ফুটবলাররা খেলে না। একেকজন আমার মতো মোটা হয়ে গেছে। ফিটনেস নাই। এটাই সত্য। হারার একটা ভয় আছে। হারলে জনগণ বলবে আমি নির্বাচন করে এসেছি। এসেই হেরেছি। আমার চিন্তাভাবনা অন্য রকম। ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আমার বাসায় এসেছিলেন। আমার সঙ্গে দু'ঘণ্টা কথা হয়েছে। আমার চিন্তাভাবনা ভিন্ন, খেললে হারজিৎ আছেই। কিন্তু আমি যদি হারব- এই ভয়ে ফুটবলই শুরু না করি তাহলে তো ফুটবল শুরু হবে না।' 'আমরা চাইছি জাতীয় দলের ম্যাচ দিয়ে করোনাভাইরাসের মধ্য দিয়ে ফুটবলটাকে মাঠে আনার। হারজিৎ তো পরের কথা। যেকোনো কিছুই ঘটতে পারে। জিততে পারি। হারতেও পারি। কিন্তু এই ভয়ে যদি ফুটবলই শুরু না করি তাহলে তো বছরের পর বছর পার হয়ে যাবে। আমাকে যুদ্ধ করতে হবে। আপনারা হয়তো আমাকে পছন্দ করবেন না। আমাকে গালাগাল করবেন। ঠিক আছে। কিন্তু আমাকে চেষ্টা করেই যেতে হবে।' যোগ করেন সালাউদ্দিন। এর কারণ উলেস্নখ করে বাফুফে বস বলেছেন, 'ফুটবল একটা জায়গায় এসেছিল। কাতার ও ভারতের বিপক্ষে ছেলেরা ভালো খেলেছিল। আমি জানি সেখান থেকে ফুটবল অনেক পিছে চলে গেছে। আমাদের যে পরিকল্পনা। সেটা জেতার নয়। ফুটবলটাকে মাঠে ফেরানোর। ফুটবলারদের সহযোগিতা করা। তারা তো এই টাকা দিয়েই চলে। এটা নিয়ে অনেক ভালো-মন্দ আলোচনা-সমালোচনা হবে। আমি মাথা পেতে নিতে রাজি আছি, যদি সেটা ফুটবল ও দেশের জন্য উপকার হয়।'