বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাতীয় ফুটবল দলের অনুশীলন শুরু

ক্রীড়া প্রতিবেদক
  ২৫ অক্টোবর ২০২০, ০০:০০
নেপালের বিপক্ষে প্রীতিম্যাচ সামনে রেখে বঙ্গবন্ধু স্টেডিয়ামে শনিবার জাতীয় ফুটবল দলের শুরু হয়েছে অনুশীলন -বাফুফে

নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হয়েছে জাতীয় ফুটবল দলের অনুশীলন। প্রথম দিনে ফিটনেস ট্রেনিংয়ে যোগ দেন ১২ জন ফুটবলার। কোভিড পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই সবাই ক্যাম্পে এসেছেন বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। যদিও ছুটির কারণ দেখিয়ে ক্যাম্পে যোগ দেননি প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের ফুটবলাররা। ২৭ তারিখ তারা আসবেন বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে।

প্রথম দিনের ক্যাম্পে আবাহনীর সোহেল রানা, রায়হান হাসান, শেখ রাসেলের আশরাফুল রানা, মোহাম্মদ আবদুলস্নাহসহ সাইফ স্পোর্টিংয়ের ৪ জন, বাংলাদেশ পুলিশ ক্লাবের ২ জন এবং চট্টগ্রাম আবাহনী ও উত্তর বারিধারার ১ জন করে ফুটবলার যোগ দিয়েছেন।

সাগরে নিম্নচাপের প্রভাবে আক্রান্ত রাজধানী ঢাকা। সারাদিনের ঝিরিঝিরি বৃষ্টি, থামিয়ে দিয়েছে স্বাভাবিক জীবনযাত্রাকে। কিন্তু থামানো যায়নি ফুটবলারদের ক্যাম্পে যোগ দেওয়া। নির্ধারিত সময়ের আগেই একে একে এসে পৌঁছাতে শুরু করেন জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়া ফুটবলাররা। স্বাস্থ্যবিধি মেনে, করোনা টেস্টের নেগেটিভ ফলাফল হাতে নিয়েই আগমন ঘটে তাদের। শরীরের তাপমাত্রা মেপে প্রবেশের পর বুঝে নেন নিজেদের রুমের চাবি। এরপর ক্যাম্পের দায়িত্বে থাকা কোচের কাছে রিপোর্ট করেন ফুটবলাররা। বৃষ্টি উপেক্ষা করে টানা দুই ঘণ্টা রানিং, স্ট্রেচিং এবং উইথ বল অনুশীলন করেছেন ফুটবলাররা। আপাতত বিদেশি কোচিং স্টাফরা না থাকায়, দেশীয় কোচদের অধীনেই চলবে প্রাথমিক অনুশীলন।

শনিবার প্রথম দিনে শিষ্যদের ফিটনেসের অবস্থা নিয়ে সন্তুষ্ট দলের ফিজিও ফুয়াদ হাসান হাওলাদার। তবে নিজেদের সমস্যা আছে স্বীকার করে, দ্রম্নত ফিট হওয়ার আশ্বাস ফুটবলারদের।

ফুয়াদ হাসান হাওলাদার বলেন, 'আমরা প্রথম দিন তাদের কিছু টার্গেট দিয়েছিলাম। কমবেশি সবাই সেটা পূরণ করেছে। তবে ফিটনেস ভালো-খারাপ এখনই বলা যাবে না। বাকি কয়েকদিনও এ কার্যক্রম অব্যাহত থাকবে। এরপর সর্বশেষে আমরা একটা রিপোর্ট তৈরি করব। তবে নেপাল ম্যাচের আগে সবাই ফিট হয়ে যাবে বলেই বিশ্বাস।'

বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিকস ট্র্যাকের এ দৃশ্য দেখলে মনে হতে পারে, হয়তোবা কোনো ম্যারাথন প্রতিযোগিতা চলছে। কিন্তু না, ১০ মাস পর জাতীয় দলের ক্যাম্পে এসে নিজেদের ফিটনেসে অবস্থা যাচাই করতে নেমেছিলেন ফুটবলাররা। কিন্তু না, দিচ্ছিলেন কুপার টেস্ট। কিন্তু ঘরের ট্রেনিং আর খোলা আকাশের নিচে দৌড়ানোতে যে আকাশ-পাতাল পার্থক্য তা অল্পতেই টের পেয়ে যান তারা। ৪০০ মিটারের ট্র্যাকে কয়েকটা ল্যাপ দিতেই হাঁপিয়ে উঠেন রায়হান, রানা, সোহেল থেকে শুরু করে নবাগত রাসেল, সুমনরাও। তবে ব্যতিক্রমও ছিল। সবার আগে খেলোয়াড়দের জন্য কোচের দেয়া টার্গেট ছুঁয়ে ফিটনেস টেস্টে সবচেয়ে এগিয়ে ছিলেন রহমত মিয়া। যদিও ফিজিওর দাবি সন্তোষজনক ছিল সবার পারফরমেন্স।

এতদিন ঘরবন্দি থাকার পর আবারো মাঠে নামার উপলক্ষ পেয়ে উচ্ছ্বসিত ক্যাম্পে আসা সবাই। তবে শারীরিক ও মানসিক ফিটনেস নিয়ে কিছুটা শঙ্কা আছে তাদের। জাতীয় দলের গোলকিপার আশরাফুল রানা বলেন, 'আমরা অবশ্যই খুশি। এতোদিন ঘরবন্দি অবস্থায় টুকটাক এক্সারসাইজ করলেও, নিজেদের ফিটনেস নিয়ে একটু শঙ্কায় আছি। কিন্তু আশা করি কোনো সমস্যা হবে না। সারাহ রিসোর্ট থেকে ফেরত যাওয়াটা আমাদের জন্য খুব কষ্টকর ছিল। এখন মাঠে নামতে পারব ভাবতেই আনন্দ হচ্ছে।'

কাগজে-কলমে নেপাল ম্যাচের আগে সময় পাওয়া যাবে ২০ দিনের মতো। দেশের বাইরে থাকা ফুটবলার এবং কোচিং স্টাফদের জন্য অপেক্ষা করলে, সে সময় কমে যাবে আরও ক'দিন। তার মানে, ৭ মাসের বিরতি দিয়ে আন্তর্জাতিক সার্কিটে ফিরতে এ কটা দিনের অনুশীলনকেই সম্বল করতে হবে জামাল ভুঁইয়াদের। বিষয়টা কঠিন হলেও, চ্যালেঞ্জ গ্রহণে একাট্টা ফুটবলাররা।

আশরাফুল রানা বলেন, 'নেপাল ম্যাচের আগে আমাদের অনুশীলন এবং ফিটনেস ঠিক করার সময়টা অনেক কম। আমাদের জন্য অনেক কঠিন হবে। তবে প্রফেশনাল ফুটবলার হিসেবে আমরা চ্যালেঞ্জটা নিতে চাই। নিজেদের প্রস্তুত করে ম্যাচ জিততে চাই।'

ফুটবলার রহমত মিয়া জানান, 'আলস্নাহর রহমতে ফিটনেস টেস্ট খুব ভালো হলো। অন্যরাও নিজেদের টার্গেট পূরণ করেছে। তবে এখনই নিজেকে পূরণ ফিট বলতে পারব না। আরও কিছুদিন সময় লাগবে।'

প্রস্তুতি ক্যাম্প নিয়ে সাদউদ্দিন বলেন, 'আন্তর্জাতিক সার্কিটে ফেরার জন্য প্রস্তুতির সময়টা কম হয়ে গেছে। আমাদের ফিটনেসের অবস্থা এখনো আপ টু দ্য মার্ক না। তবে, এগুলো কোনো সমস্যা হবে না। যে সময় আছে, কঠিন হলেও আমরা রিকভার করতে পারব। আর নেপাল আমাদের চেনা প্রতিপক্ষ। তাই আলাদা করে কোনো কিছু ভাবছি না। নিজেদের সেরাটা দিয়ে ভালো ফলাফল করতে চাই।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<116385 and publish = 1 order by id desc limit 3' at line 1