পাকিস্তানের নেতৃত্ব হারাচ্ছেন আজহার

প্রকাশ | ২৫ অক্টোবর ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
এক বছর যেতে না যেতেই তার ওপর আস্থা হারিয়ে ফেলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলের পারফরম্যান্স গ্রাফ যেমন নিচে নেমে গেছে, তেমনি ব্যক্তিগত পারফরম্যান্সও আলো হারিয়েছে। তাই পাকিস্তানের টেস্ট অধিনায়কের জায়গাটা আর ধরে রাখতে পারছেন না আজহার আলী। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর খবর, সামনের নিউজিল্যান্ড সফরে নতুন অধিনায়ক নিয়ে টেস্ট খেলতে যাবে পাকিস্তান। ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাবে পাকিস্তান ক্রিকেট দল। তার আগেই অধিনায়ক ঠিক করে ফেলতে চায় পিসিবি। তরুণ নেতৃত্ব খুঁজছে তারা। ক্রিকইনফোর খবর, সীমিত ওভারের বর্তমান অধিনায়ক বাবর আজম কিংবা উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের কাঁধে দেওয়া হতে পারে পাকিস্তানের টেস্ট দলের নেতৃত্ব। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইটটি এ-ও জানিয়েছে, ইতোমধ্যে পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান দেখা করেছেন আজহারের সঙ্গে। যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগামী ১০ দিনের মধ্যে পিসিবি চেয়ারম্যান এহসান মানি দেখা করবেন এই ব্যাটসম্যানের সঙ্গে। অবশ্য পিসিবির বড় দুই কর্তা আগেই ইঙ্গিত দিয়েছিলেন টেস্ট অধিনায়ক বদলের। প্রধান নির্বাহী ওয়াসিম খান এক টিভি চ্যানেলকে জানিয়েছিলেন, আগামী ১১ নভেম্বরের সভায় আজহারের ভবিষ্যৎ ঠিক করা হবে। এছাড়া মিসবাহ-উল-হকের ছেড়ে দেওয়া প্রধান নির্বাচকের পদে নতুন কাউকে খুঁজছে তারা।