কষ্ট পাচ্ছেন ধোনি

প্রকাশ | ২৫ অক্টোবর ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
মহেন্দ্র সিং ধোনি
আইপিএলে ধারাবাহিকতার প্রতিশব্দ বলা হতো চেন্নাই সুপার কিংসকে। সেই দলই এবার উল্টো রথের যাত্রী। ম্যাচের পর ম্যাচ হেরে চলেছে তারা। চেন্নাইয়ের অনেক সাফল্যের নায়ক মহেন্দ্র সিং ধোনি এবার পাচ্ছেন তিক্ত স্বাদ। দলের এই হাল দেখে মনোবেদনায় পুড়ছেন তিনি। এখন পর্যন্ত আইপিএলের তেরোটি আসরের মাঝে ১১টিতে খেলেছে চেন্নাই সুপার কিংস। চলতি আসরের আগে ১০ বার খেলে প্রতিবারই পেস্ন অফে খেলেছে তারা। এমন দল কিনা এবার গ্রম্নপ পর্বের তিন ম্যাচ বাকি থাকতেই পেস্ন অফের দৌড় থেকে ছিটকে গেছে! এই অবস্থাকে কষ্টদায়ক বলে উলেস্নখ করেছেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। গত শুক্রবার নিজেদের সর্বশেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হেরেছে চেন্নাই। এবারই প্রথম কোনো দলের বিপক্ষে ১০ উইকেটের ব্যবধানে হারতে হল স্টিফেন ফ্লেমিংয়ের শিষ্যদের। এবারের আসর শুরুর আগেই যেন সিএসকের ওপর শনির দশা ভর করেছিল। দুবাই পৌঁছেই একাধিক ক্রিকেটার করোনায় আক্রান্ত হন। টুর্নামেন্ট শুরুর আগে নিজেদের সরিয়ে নেন সুরেশ রায়না ও হরভজন সিং। বাইশ গজেও একের পর এক ম্যাচ হেরেছে তারা। মুম্বাইয়ের বিপক্ষে হারের পর ধোনি জানিয়েছেন, এই বছর আসলে তাদের জন্য নয়। হারের একশটা কারণ থাকলেও শক্তিমত্তার বিচারে খেলতে না পারাকেই চেন্নাইয়ের বাজে অবস্থার বড় কারণ হিসেবে দেখছেন তিনি। এ ব্যাপারে ম্যাচ শেষে ধোনি বলেন, 'আমাদের দেখতে হবে যেকোনো বিষয়গুলো ঠিক হচ্ছে না। বিশেষ করে এই বছরটা আমাদের জন্য নয়। আপনি যখন ৮-১০ উইকেটে হারবেন, এটাও এখন বেশি কষ্ট দেবে না। কিন্তু আমরা টুর্নামেন্টে যে পর্যায়ে আছি তা অবশ্যই খুব কষ্টদায়ক।'