এল ক্লাসিকো জিতে স্বস্তিতে জিদান

প্রকাশ | ২৬ অক্টোবর ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
বড্ড অচেনা ছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু শনিবার রাতে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বাজিমাত করেছে তারা। যদিও আগের দুই ম্যাচে দলের পারফরম্যান্স ছিল ভীষণ বাজে। এমন ছন্নছাড়া ফুটবল খেলার পরের ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ছেলেরা কীভাবে এতটা ভালো খেলল, ঠিক বুঝে উঠতে পারছেন না রিয়ালের কোচ জিনেদিন জিদান। মৌসুমের প্রথম এল ক্লাসিকো জিতে দারুণ স্বস্তিতে আছেন তিনি। তাইতো এমন দুর্দান্ত এই জয়ের পর পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে চান ফরাসি এই কোচ। স্প্যানিশ লা লিগায় শনিবার রাতে নু্য ক্যাম্পে হওয়া রোমাঞ্চকর ক্লাসিকোয় ৩-১ ব্যবধানে জেতে জিদানের দল রিয়াল। ফেদে ভালভার্দের গোলে গতবারের চ্যাম্পিয়নরা এগিয়ে যাওয়ার পর সমতা টানেন আনসু ফাতি। বিরতির পর সার্জিও রামোসের স্পট কিকে এগিয়ে যাওয়ার পর শেষ দিকে লুকা মাদ্রিচর গোলে জয় নিয়ে ফেরে রিয়াল। আগের দুই ম্যাচে ঘরের মাঠে লিগে কাদিস ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শাখতার দোনেৎস্কের বিপক্ষে হেরেছিল রিয়াল। ক্লাব ফুটবলের 'সবচেয়ে বড়' ম্যাচের আগে জিদান বলেছিলেন, ঘুরে দাঁড়ানোর জন্য এই ম্যাচই আদর্শ। ম্যাচে খেলোয়াড়রা তা করে দেখিয়েছে দারুণভাবে। দল হঠাৎ কীভাবে এমন ভালো খেলল, তার ব্যাখ্যা নেই বিশ্বকাপজয়ী এই সাবেক ফুটবলারের কাছে, 'কখনো কখনো কোনো ব্যাখ্যা থাকে না। তবে শনিবার রাতে আমরা যা করেছি তার ওপর জোর দিচ্ছি এবং আমরা এভাবে চালিয়ে যেতে চাই।' টানা দুই হারের পর শুরু হওয়া সমালোচনারও আপন ভঙ্গিমায় জবাব দিলেন জিদান, 'আমি জানি না এই সমালোচনা ঠিক ছিল নাকি বেঠিক। আমি কেবল বলতে পারি, আমার খেলোয়াড়দের নিয়ে আমি গর্বিত। আমরা এমন একটা দলকে হারিয়েছি যারা সবসময় প্রতিপক্ষের জন্য কাজটা কঠিন করে তোলে। আমাদের নিয়ে যা কিছু বলা হয়েছে, এরপর জয়টা উপভোগ করা উচিত।'