টুর্নামেন্ট সফল, সন্তুষ্ট বিসিবি

প্রকাশ | ২৭ অক্টোবর ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
শ্রীলংকা সফরে দ্বিতীয়বারের মতো বাধা, তাতেও থেমে থাকেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লঙ্কা সফরের প্রাথমিক দলে থাকা ২৭ ক্রিকেটারকে নিয়ে আয়োজন করে তিন দলের বিসিবি প্রেসিডেন্টস কাপ। ফাইনাল ছাড়া প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলেছে। শেষ পর্যন্ত তামিম একাদশে ছিটকে পড়লে ফাইনালে নাজমুল একাদশকে হারিয়ে শিরোপা জিতে নেয় মাহমুদউলস্নাহ একাদশ। করোনা মহামারিতে টুর্নামেন্ট খেলতে গিয়ে কোনো ক্রিকেটার আক্রান্ত হয় কিনা, সেই শঙ্কা ছিল। কিন্তু শেষ পর্যন্ত বায়ো-বাবল বজায় রেখে সফলভাবে প্রেসিডেন্টস কাপ সম্পন্ন করতে পারায় স্বস্তিতে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। নতুনদের পাশাপাশি জাতীয় দল থেকে বাদ পড়া বেশ কিছু ক্রিকেটারের পারফরম্যান্সে সন্তুষ্ট বিসিবি। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানান, কর্পোরেট লিগের ৫ দলের জন্য স্পন্সরদের সঙ্গে কথা এগোচ্ছে। প্রেসিডেন্টস কাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠান, অথচ প্রেসিডেন্ট নেই- তা তো হয় না। সবার অনুরোধেই নাকি সম্মত হয়েছেন বিসিবি সভাপতি। করোনা পরীক্ষা করিয়ে বিকেলে নেগেটিভ সনদ নিয়ে, তারপরই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সামনের দুই বছর আন্তর্জাতিক ক্রিকেটে হোম ও অ্যাওয়েতে মহা ব্যস্ততা রয়েছে। করোনা পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, বায়ো-বাবলের জালে কতদিন আটকা থাকতে হবে, জানেনা কেউ। সেটারই রিহার্সাল হয়ে গেল প্রেসিডেন্টস কাপে। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, 'ওরা বলল যে, ট্রফি দিতে হবে আমাকে। তাই করোনা পরীক্ষা করালাম। বিকেলে নেগেটিভ রেজাল্ট হাতে পেয়েছি। তারপর এলাম। সব সময় একটা ভয় ছিল, এই টুর্নামেন্ট করতে গিয়ে কোনো ক্রিকেটার যদি আক্রান্ত হয়। তবে সেটা ভালোভাবেই হলো। আন্তর্জাতিক ক্রিকেটে যখন খেলবে তখন বায়ো-বাবলের সঙ্গে যাতে খাপ খাইয়ে নিতে পারে, সেজন্যই আমরা আসলে এটা করতে চেয়েছি।' আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে সর্বোচ্চসংখ্যক ক্রিকেটার প্রস্তুত রাখতে চাইছেন নির্বাচকরা। বোর্ড আয়োজিত যে কোনো আসরে ভালো করলেই তাই খুলতে পারে জাতীয় দলের দরজা। নীতি-নির্ধারকদের হতাশ করেননি ক্রিকেটাররাও। নাজমুল হাসান পাপন বলেন, 'জাতীয় দলের অনেক নিয়মিত ব্যাটসম্যানই রান পাননি। তবে, মুশফিক পেয়েছে। লিটন শেষ ম্যাচে হলেও মনে হচ্ছে ছন্দে ফিরেছে। ইরফান শুক্কুর প্রায় প্রতি ম্যাচে রান করেছে। তৌহিদ হৃদয় আহামরি কিছু না করলেও ব্যাট হাতে দলকে সাপোর্ট দিয়েছে। সবচেয়ে ভালো লাগার বিষয়- জাতীয় দল থেকে বাদ পড়া বেশকিছু ক্রিকেটার ফর্মে ফিরেছে। তাসকিন যেভাবে ফিরেছে, তা দারুণ। একসময় মনে হচ্ছিল, ওকে আর জাতীয় দলে দেখা যাবে না। কিন্তু সেটা সে করে দেখিয়েছে। রুবেলকে নিয়েও আমরা ভাবছিলাম, কোথায় ওকে রাখা যায়। কিন্তু সেও দুর্দান্ত বোলিং করেছে। নতুন একটা ছেলে সুমন খান ভালো বোলিং করেছে। আল-আমিন, শরিফুল ভালো করেছে।' একটা আসর গেল ভালো মতোই। সামনে এবার কর্পোরেট লিগ। সমশক্তির করতে এ টুর্নামেন্টের ৫টি দলও সাজিয়ে দিতে চায় বিসিবি। নাজমুল হাসান পাপন আরও বলেন, 'বেশ কিছু আগ্রহী প্রতিষ্ঠানকে পাচ্ছি যারা পৃষ্ঠপোষক হতে চায়। বেশিরভাগই নতুন। বিশেষ করে যারা বিপিএলে সুযোগ পায় না, তাদেরকেই দিতে চাচ্ছি। সবাই যদি চায়, তাহলে ড্রাফট করলেও করতে পারি। তবে এই করোনা মহামারিতে সেটা হয়তো কেউ চাইবে না। প্রেসিডেন্টস কাপেও যেভাবে দল সাজিয়ে দিয়েছি, এখানেও সেভাবে দেব। আশা করি, ভালো দল হবে।' সব মিলে টুর্নামেন্ট সফল বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। গণমাধ্যমকে বলেন, 'আমরা আলস্নাহর রহমতে একটা টুর্নামেন্ট শুরু করেছিলাম। খুব ভালোভাবে সফলতার সঙ্গে আমরা শেষ করতে পেরেছি। তো আশা করছি এটা আমাদেরকে অনেক কনফিডেন্স দেবে এবং ইনশাআলস্নাহ আমরা এর মধ্যে দুই-একটা ডোমেস্টিক ক্রিকেট চালু করব। এরপর তো ওয়েস্ট ইন্ডিজ আসতেছে, আমরা সেটার জন্য অপেক্ষা করব। এখন পর্যন্ত সবকিছু কনফার্ম আছে।'