রিয়ালের সামনে এবার মগস্নাডবাখ

প্রকাশ | ২৭ অক্টোবর ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
কঠিন এক সপ্তাহ শেষে এল ক্লাসিকো জিতে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছে রিয়াল মাদ্রিদ। এবার আরেকটি সুসংবাদ পেল তারা। চোট কাটিয়ে দলে ফিরেছেন তারকা ফরোয়ার্ড ইডেন হ্যাজার্ড। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জার্মানির দল বরুসিয়া মগস্নাডবাখের বিপক্ষে ম্যাচের জন্য ইডেন হ্যাজার্ডকে নিয়ে দারুণ এক দল ঘোষণা করেছেন রিয়াল কোচ জিনেদিন জিদান। চ্যাম্পিয়ন্স লিগের রিয়াল-মগস্নাডবাখের ম্যাচটি শুরু হবে আজ রাতে। একই রাতে লোকোমোটিভ মস্কোর মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। আর রিয়ালকে হারানো শাখতার দোনেৎস্ক খেলবে ইন্টার মিলানের বিপক্ষে। মৌসুমের প্রথম এল ক্লাসিকোর আগে বড্ড অচেনা ছিল এই রিয়াল মাদ্রিদ। যে দলটি গত মৌসুমে করোনাভাইরাস বিরতির পর জাদুর কাঠির ছোঁয়ায় লা লিগা জিতেছিল, তারাই ২০২০-২১ মৌসুমে ধুঁকছিল। নিজেদের মাঠেই কিনা হারল টানা দুই ম্যাচ! বিশেষ করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শাখতার দনেৎসস্কের বিপক্ষে ৩-২ গোলের হারে কোচ জিনেদিন জিদানের ওপর চাপ আরও বেড়েছিল। যদিও ফরাসি কিংবদন্তি লাইনচু্যত রিয়ালকে ঠিকই পথে ফিরিয়েছেন। নূ্য ক্যাম্পে মৌসুমের প্রথম ক্লাসিকোতে ৩-১ গোলে বার্সেলোনার বিপক্ষে জিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে রিয়াল। ফেদে ভালভার্দের গোলে গতবারের চ্যাম্পিয়নরা এগিয়ে যাওয়ার পর সমতা টানেন আনসু ফাতি। বিরতির পর সার্জিও রামোসের স্পট কিকে এগিয়ে যাওয়ার পর শেষ দিকে লুকা মদ্রিচের গোলে জয় নিয়ে ফেরে রিয়াল। আগের দুই ম্যাচে ঘরের মাঠে লিগে কাদিস ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শাখতার দোনেৎস্কের বিপক্ষে হেরেছিল রিয়াল। ক্লাব ফুটবলের 'সবচেয়ে বড়' ম্যাচের আগে জিদান বলেছিলেন, ঘুরে দাঁড়ানোর জন্য এই ম্যাচই আদর্শ। ম্যাচে খেলোয়াড়রা তা করে দেখিয়েছেন দারুণভাবে। দল হঠাৎ কীভাবে এমন ভালো খেলল, এর ব্যাখ্যা নেই বিশ্বকাপজয়ী এই সাবেক ফুটবলারের কাছে, 'কখনো কখনো কোনো ব্যাখ্যা থাকে না। তবে শনিবার রাতে আমরা যা করেছি, এর ওপর জোর দিচ্ছি এবং আমরা এভাবে চালিয়ে যেতে চাই।' চিরপ্রতিদ্বন্দ্বীদের বার্সেলোকে হারানোর আনন্দে বুঁদ হয়ে থাকার সময় অবশ্য নেই জিদানের দলের। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ রাতে জার্মানির দল বরুসিয়া মগস্নাডবাখের বিপক্ষে খেলবে রিয়াল। এর চারদিন পর ঘরের মাঠে স্প্যানিশ লিগে তাদের প্রতিপক্ষ হুয়েস্কা। তবে চোট কাটিয়ে বেলজিয়ান অধিনায়ক ইডেন হ্যাজার্ড ফেরায় দারুণ স্বস্তি ফিরে রিয়ালে। এর ওপর চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে হারায় আজ স্প্যানিশ জায়ান্ট জয়ের লক্ষ্যে মাঠে নামবে। যদিও চলতি মৌসুমে এখনো কোনো ম্যাচে খেলতে পারেননি হ্যাজার্ড। গত বছর চেলসি থেকে ১০ কোটি ইউরো ট্রান্সফার ফিতে সান্তিয়াগো বার্নাবু্যয়েতে যোগ দেওয়ার পর বারবার চোটে পড়েছেন তিনি। মূলত সে কারণেই গত মৌসুমে রিয়ালের হয়ে মোট ২২ ম্যাচ খেলতে পেরেছেন এই ফরোয়ার্ড। গেলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দারুণ ছন্দে ছিল বায়ার্ন মিউনিখ। কোনো ম্যাচ না হেরেই ইউরোপ সেরার মুকুট জিতে নিয়েছিল বাভারিয়ানরা। টানা ১২ জয় নিয়ে নতুন মৌসুম শুরু করেছে জার্মান লিগের সেরা এই ক্লাবটি। আজ জিতলে নতুন এক রেকর্ড করবে তারা। ২০১৬-১৭ মৌসুমের পর চ্যাম্পিয়ন্স লিগের গ্রম্নপপর্বে মুখোমুখি হচ্ছে বায়ার্ন-লোকোমোটিভ মস্কো। সেবার দুই দলই তাদের ঘরের মাঠে জিতেছিল ৩-০ গোলে। সব মিলিয়ে ৭ দেখায় বায়ার্ন চারবার ও এল মস্কো জিতেছে দুইবার, একটি ম্যাচ হয়েছে ড্র। জার্মান ক্লাবগুলোর মাঠে রাশান ক্লাবটির পরিসংখ্যান মোটেও ভালো নয়- শেষ ৬ ম্যাচে ৫ হার। ২০১৮তে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে ৪-০ এবং গত বছরের নভেম্বরে বায়ার লেভারকুসেনের মাঠে ২-১ গোলে হেরেছিল তারা। দুর্দান্ত ফর্মে থাকা বায়ার্নের জয়রথ কি থামাতে পারবে তারা? কিন্তু গত মৌসুমের মতো এবারও তুখোড় ফর্মে বায়ার্নের পোলিশ স্ট্রাইকার রাবার্তো লেভানদোভস্কি। এরই মধ্যে বুন্দেসলিগায় ৫ ম্যাচেই করে ফেলেছেন ৯ গোল।