সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৭ অক্টোবর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
স্টোকসের সেঞ্চুরিতে রাজস্থানের বড় জয় ক্রীড়া ডেস্ক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রোববার রাতে বড় জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তারা ৮ উইকেটের ব্যবধানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে। মুম্বাই আগে ব্যাট করে ৫ উইকেটে ১৯৫ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায়। জবাবে বেন স্টোকসের অপরাজিত ১০৭ ও সঞ্জু স্যামসনের অপরাজিত ৫৪ রানের ওপর ভর করে ১৮.২ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় রাজস্থান। এই জয়ে ১২ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে রাজস্থান। সমান ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে মুম্বাই রয়েছে টেবিলের শীর্ষে। এদিন বেন স্টোকস ৬০ বলে ১৪টি চার ও ৩ ছক্কায় আইপিএলে তার দ্বিতীয় সেঞ্চুরিটি করেন। আর স্যামসন ৩১ বলে ৪ চার ও ৩ ছক্কায় করেন আইপিএলে নিজের ১৩তম হাফ সেঞ্চুরি। রাজস্থানের যে দুটি উইকেটের পতন ঘটেছে দুটিই নিয়েছেন মুম্বাইয়ের জেমস প্যাটিনসন। এর আগে ব্যাট করতে নেমে ৭ রানেই প্রথম উইকেট হারায় মুম্বাই। কুইন্টন ডি কক ব্যক্তিগত ৬ রানে আর্চারের বলে বোল্ড হয়ে যান। সেখান থেকে ইশান কিশান ও সূর্যকুমার যাদব ৮৪ রানের জুটি গড়েন। ৯০ রানের মাথায় কিশান আউট হন কার্তিক তেয়াগির বলে ৩৭ রান করে। ৯৫ রানের মাথায় ফেরেন সূর্যকুমার যাদবও। ৪০টি রান আসে তার ব্যাট থেকে। ১০১ রানে কিরেন পোলার্ড ৬ করে আউট হওয়ার পর জুটি বাঁধেন সৌরভ তিওয়ারি ও হার্দিক পান্ডিয়া। ৬৪ রানের জুটি গড়ে ১৬৫ রানের মাথায় তিওয়ারি ৩৪ রান করে আউট হলেও পান্ডিয়া থাকেন অপরাজিত। তিনি মাত্র ২১ বলে ২ চার ও ৭ ছক্কায় ৬০ রানের টর্নেডো ইনিংস খেলেন। তাতে মুম্বাই ৫ উইকেটে ১৯৫ রানের সংগ্রহ পায়। বল হাতে রাজস্থানের জোফরা আর্চার ও শ্রেয়াস গোপাল ২টি করে উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন বেন স্টোকস। একই ম্যাচে প্রতিপক্ষ দুই ভাইয়ের গোল ক্রীড়া ডেস্ক ইতালিয়ান সিরি'আতে একই ম্যাচে ভিন্ন দলের হয়ে জালের দেখা পেয়েছেন আপন দুই ভাই রবার্তো ইনসিনিয়ে ও লরেন্সো ইনসিনিয়ে। বেনোভেন্তের মাঠে রোববার রাতের ম্যাচটিতে ২-১ গোলের জয় পায় বড় ভাই লরেন্সোর দল নাপোলি। ম্যাচের ৩০তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন গত বছর নাপোলি ছেড়ে যাওয়া ২৬ বছর বয়সি রবার্তো। ৩০ মিনিট পর ছোট ভাইয়ের গোলটি শোধ করে দেন তিন বছরের বড় লরেন্সো। পরে আন্দ্রেয়া পেতানিয়ার গোলে জয় পায় লরেন্সোর দল। ম্যাচ শেষে একে অন্যকে অভিবাদন জানান দুই ভাই। নাপোলির হয়ে ৩৫২ ম্যাচ খেলা লরেন্সো মজা করে বলেন, 'ম্যাচ শেষে আমি তাকে বলেছি, তার চেয়ে আমার বাম পা বেশি ভালো। আমরা একে অপরকে জড়িয়ে ধরেছিলাম, কারণ আমাদের পরিবারের জন্য দিনটা রোমাঞ্চকর। গোল করতে পেরে আমি খুশি। ভাইকে অভিনন্দনও জানিয়েছি।' বড় ভাই ও সাবেক ক্লাবের বিপক্ষে গোল করায় রবার্তোর হচ্ছে মিশ্র অনুভূতি, 'আমি খুব খুশি। তবে সিরি'আয় আমার প্রথম গোল ভাইয়ের বিপক্ষে হওয়ায় একটু খারাপও লাগছে। আমার জন্মের শহরের দল নাপোলি ও আমার ভাইয়ের বিপক্ষে খেলার অনুভূতিটা দারুণ। তবে ম্যাচের ফল নিয়ে আমাদের কিছুটা মন খারাপ।' পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে নাপোলি। ৬ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে বেনোভেন্তে। চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে এসি মিলান। আইসোলেশনে রোনালদিনহো ক্রীড়া ডেস্ক ২০২০ সালটাকে বিষের মতো লাগতে পারে রোনালদিনহোর কাছে। জাল পাসপোর্টে গত মার্চ মাসে প্যারাগুয়েতে গিয়ে ভাই রবার্তো আসিসসহ জেলে যেতে হয়েছিল ব্রাজিল ও বার্সেলোনার ফুটবল কিংবদন্তিকে। ৩২ দিন জেলে কাটানোর পর গৃহবন্দি হয়ে থাকেন আসুনসিয়নে। আগস্ট মাসে মুক্তি পেয়ে ব্রাজিলে ফিরেছেন। রোববার রাতে নিজেই জানালেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। ব্রাজিলের পঞ্চম বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক শনিবার বেলো হরিজোন্তে সিটিতে যান একটি অনুষ্ঠানে। সেখানেই কোভিড-১৯ পরীক্ষা করান এবং পরীক্ষায় ধরা পড়ে তিনি পজিটিভ। তার থেকে ভাইরাস যাতে না ছড়ায় সেজন্য বেলো হরিজোন্তেতেই স্বেচ্ছা বিচ্ছিন্নাবাসে (আইসোলেশন) গেছেন। রোববার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিওসমেত রোনালদিনহো এটি জানিয়েছেন নিজেই, 'আমি শনিবার থেকে বেলো হরিজোন্তেতে আছি, এসেছি একটি অনুষ্ঠানে যোগ দিতে। কোভিড-১৯ পরীক্ষা করিয়েছি, রিপোর্ট পজিটিভ। আমি ভালো আছি, শরীরে কোনো উপসর্গ নেই। অনুষ্ঠানটি পিছিয়ে গেছে। তবে শিগগিরই সেখানে সবার সঙ্গে আমার দেখা হবে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা!'