ক্যাম্পে সবাই খুব মনোযোগী: তপু

প্রকাশ | ২৯ অক্টোবর ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
তপু বর্মণ
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হয়েছে শুক্রবার থেকে। প্রায় এক সপ্তাহ ট্রেনিং হয়েছে ফুটবলারদের। দলের সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সার জানালেন এই সময়টা দলের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। পুরো দলের ফিটনেস লেভেলটা একই ধাপে নিয়ে যেতে কাজ করছেন তিনি। আর ফুটবলাররা জানালেন নেপালের বিপক্ষে জয় পেতে অনুশীলনে খুবই মনোযোগী তারা। ফুটবলার তপু বর্মণ বলেছেন, 'সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে প্রায় ৬-৭ মাস পর আমরা খেলায় ফিরব। আমাদের লক্ষ্য হলো নেপালের বিপক্ষে দুই ম্যাচ। কোভিড-১৯ এর কারণে আমাদের ঘরোয়া লিগ আন্তর্জাতিক ম্যাচ বাতিল হয়ে যায়। অনেক দিন পর সবাই একসঙ্গে অনুশীলন করলাম। অনেক ভালো লাগছে। এতদিন পর জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে। আমরা সবাই সিরিয়াস। সবাই অনেক মনোযোগ দিয়ে ট্রেনিং করছে। এটা দেখে খুব ভালো লাগছে।' কিংসের উইংগার মোহাম্মদ ইব্রাহীম বলেন, 'কোচ যেটা নিয়ম দিয়েছেন সে অনুযায়ীই আমি চেষ্টা করেছি। করোনার পর এটা আমাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে। আমাদের শিডিউল দেওয়া ছিল করোনাকালীন। আমরা কীভাবে ট্রেনিং করব। কীভাবে খাওয়া-দাওয়া করব। আমরা সেভাবে করার চেষ্টা করেছি।' এই ম্যাচ দুইটি নিয়ে প্রত্যাশা কী জানতে চাইলে জাতীয় দলের এই উইংগার বলেন, 'যেহেতু এটা জাতীয় দলের ম্যাচ। আশা করব, আমরা দুইটি ম্যাচই জিততে পারব। ফেডারেশনকে ধন্যবাদ এমন দু'টি ম্যাচ আয়োজন করে দেওয়ার জন্য। আমরা তো ফুটবলার। ফিরতে পেরে অবশ্যই খুব ভালো লাগছে। এবার প্রতিযোগিতা বেশি। করোনার মধ্যে আমরা ফুটবলাররা মাঠের বাইরে ছিলাম। বাসায় যতই ট্রেনিং করি ক্যাম্পে থাকলে যে ফিটনেস লেভেলটা থাকে ওই রকম হয় না।' প্রায় এক সপ্তাহ ট্রেনিং শেষে দলের সহকারী কোচ মাসুদ পারভেজ জানালেন, 'এটা আগেও বলেছিলাম প্রথম সপ্তাহটা ফিটনেস লেভেলের উন্নতি করতে কাজ করা হবে। নেপাল ম্যাচের আগে যে দুই সপ্তাহ সময় পাওয়া যাবে ফিটনেস লেভেল অনুযায়ী হেড কোচ তার পরিকল্পনা সাজাবেন। তাই এই সপ্তাহটা গুরুত্বপূর্ণ ছিল।' ছুটি শেষে মঙ্গলবার দলের সঙ্গে যোগ দিয়েছেন কিংসের ১২ ফুটবলার। তাদের প্রসঙ্গে কোচ বলেছেন, 'গতকাল (মঙ্গলবার) ওরা দলে যোগ দিয়েছে। এখানে শর্ট রানিং ও লং রানিংয়ের ওপর বিভিন্ন রকম পরীক্ষা হয়েছে ওদের। আজ (বুধবার) ট্রেনিংয়ে এ টেস্টটা দিয়েছে। এখানে আগে যারা ক্যাম্পে যোগ দিয়েছে তাদের বেশ কয়েকজন এবং কিংসে যে ফুটবলাররা ট্রেনিংয়ে ছিল তাদের লেভেলটা বেশ কাছাকাছি। আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে পুরো দলের ফিটনেস লেভেলটা একই ধাপে নিয়ে যাওয়া। তাই আমাদের যে প্রসেসিংটা প্রথম থেকেই ছিল, 'কঠোর পরিশ্রম করা'। সেটা চালিয়ে যেতে হবে। চ্যালেঞ্জটা ওভাবেই আমরা নিয়েছি।'