ভুল শোধরানোর অভিযানে আফিফ

প্রকাশ | ২৯ অক্টোবর ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
তিন দলের ওয়ানডে টুর্নামেন্ট শেষ হতেই শুরু হয়েছে হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) ক্যাম্প। জাতীয় দলের ক্রিকেটাররা ছুটি পেলেও বিশ্রাম নেই এইচপির ক্রিকেটারদের। মঙ্গলবার থেকে প্রধান কোচ টবির্ যাডফোর্ডের তত্ত্বাবধানে শুরু হয়েছে ক্যাম্প, চলবে ১২ নভেম্বর পর্যন্ত। ক্যাম্পের প্রথম দফায় তাদের ফিটনেস পরখ করে দেখবেন প্রধান কোচ। এরপরই শুরু হবে স্কিল অনুশীলন। এই ক্যাম্পকে প্রস্তুতির সঙ্গে ভুল শোধরানোর উপযুক্ত জায়গা হিসেবে দেখছেন তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রম্নব। সদ্য শেষ হওয়া বিসিবির ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্টে ধারাবাহিক হতে পারেননি আফিফ। একটি হাফসেঞ্চুরি পেলেও পাঁচ ম্যাচে রান করেছেন ১৫৭। মাহমুদউলস্নাহ একাদশের বিপক্ষে রান আউটের শিকার না হলে টুর্নামেন্টের দ্বিতীয় সেঞ্চুরি পেয়ে যেতে পারতেন নাজমুল একাদশের আফিফ। ওই ম্যাচে ১০৭ বলে ১২ চার ও ১ ছক্কায় ৯৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন তরুণ এই ডানহাতি অলরাউন্ডার। সংবাদমাধ্যমকে আফিফ বলেছেন, 'এইচপিতে লম্বা সময়ের একটা ক্যাম্প হয়, আগেও যেগুলো হয়েছে। এখানে ছোটখাটো ভুলত্রম্নটি ঠিক করে নেওয়ার সময় থাকে। এই জিনিসগুলো পরবর্তীতে যে টুর্নামেন্ট আসে- বিপিএল, এনসিএল, প্রিমিয়ার লিগে সাহায্য করে। এখানে লম্বা সময়ের ক্যাম্পটা বড় একটা সুযোগ। অবশ্যই এখানে ভুলত্রম্নটিগুলো শোধরানো উচিত।' সদ্য শেষ হওয়া ওই প্রতিযোগিতায় করা ভুল শুধরে নিতে চান আফিফ এইচপি ক্যাম্পে, 'আমাদের এইচপি ক্যাম্প এই টুর্নামেন্টের আগে থেকেই শুরু হয়েছিল। আমরা যারা সুযোগ পেয়েছি তারা টুর্নামেন্ট খেলেছি, আর যারা সুযোগ পায়নি তারা এখানেই ছিল। আবার সবাই একত্রিত হয়েছি। ওখানে (টুর্নামেন্টে) যে ভুলগুলো হয়েছে সেসব শুধরে নেওয়ার সময় পাব। এছাড়া এখান থেকে আশা করি ভালো কিছু শিখতে পারব।'