বার্তোমেউর পদত্যাগ

প্রকাশ | ২৯ অক্টোবর ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
অনেক দিন ধরেই চাপের মুখে ছিলেন বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। লিওনেল মেসি নাটকের পর অনাস্থা ভোটের শঙ্কাতেও ছিলেন তিনি। কিন্তু এর আগেই পদত্যাগের ঘোষণা দিয়ে ফেলেছেন বার্তোমেউ। তিনিসহ বোর্ডের সব পরিচালক এক যোগে এই সিদ্ধান্ত নিয়েছেন মঙ্গলবার। এর ফলে নতুন সভাপতি নির্বাচনে ৯০ দিন সময় পাচ্ছে বার্সা। এখন অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ দিয়ে চলবে বার্সার সব কার্যক্রম। অনেক দিন ধরেই সমালোচনার তীক্ষ্ন বাণে জর্জরিত বার্তোমেউ। ক্লাবের পারফরম্যান্সের দৈন্যদশাই এর মূল কারণ। ২০০৭-০৮ সালের পর গত মৌসুম ট্রফিহীন ছিল কাতালানদের। তার ওপর অভ্যন্তরীণ দ্বন্দ্ব মেসি নাটকের পর আরও প্রকট হয়ে ওঠে। আর্থিক সমস্যাও চোখে পড়ার মতো ছিল। এই মাসে ক্লাব জানায়, ২০১৯-২০ মৌসুমে তাদের ক্ষতি হয়েছে ৯৭ মিলিয়ন ইউরো।