আমার মতো ভুল যেন কেউ না করে : সাকিব

প্রকাশ | ৩০ অক্টোবর ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
জুয়াড়ির প্রস্তাব আইসিসিকে না জানানোর শাস্তিস্বরূপ সব ধরনের ক্রিকেট থেকে এক বছর নিষিদ্ধ ছিলেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বুধবার ছিল নিষেধাজ্ঞার শেষদিন। তাই বাংলাদেশ ক্রিকেটের বরপুত্র সাকিবের ক্রিকেটে ফেরার দিনটিকে স্মরণীয় করে রাখতে নিউইয়র্কে জমকালো অনুষ্ঠানের আয়োজন করে শো টাইম মিউজিক। এতে স্বাস্থ্যবিধি মেনে অনধিক ৫০ জন ভক্তের অংশগ্রহণের সুযোগ রাখা হয়। শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন শো-টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম। আয়োজনে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব বলেন, 'ক্রিকেট আমার ধ্যান-জ্ঞান। আবার এই ক্রিকেটে ফিরতে পারছি। এটা ভেবে ভালো লাগছে। ভবিষ্যতে যেন আরও ভালো পারফর্ম করে দেশের জন্য সুনাম বয়ে আনতে পারি, সেজন্য সবার দোয়া চাই। আমার মতো ভুল যেন কেউ না করে।' এ এক বছর কীভাবে কেটেছে জানতে চাইলে তিনি বলেন, 'পরিবারকে সময় দিয়েছি। আমি প্রথম সন্তানকে সময় দিতে পারিনি। দ্বিতীয় সন্তান সেটা পেয়েছে। বেবি সিটিং করেছি। আর অবশ্যই ক্রিকেট মিস করেছি।'