সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ৩০ অক্টোবর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
সবাইকে মিষ্টিমুখ করালেন সাকিবের বাবা ক্রীড়া প্রতিবেদক সাকিব আল হাসানকে দেওয়া ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এক বছরের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে গত বুধবার। ফলে টাইগার অলরাউন্ডারের সব ধরনের ক্রিকেটে ফিরতে আর কোনো বাধা নেই। এ উপলক্ষে বুধবার রাতে সাকিবের জন্মভূমি মাগুরায় উৎসব, আনন্দ মিছিল, শোভাযাত্রা ও মিষ্টি বিতরণ করা হয়েছে। সেখানে নেতৃত্বে ছিলেন সাকিবের বাবা মাশরুর রেজা। সাকিবের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় সারাদেশের মতো মাগুরার মানুষও দারুণ খুশি। এই আনন্দে যোগ দেন সাকিবের বাবাও। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়কের বিরুদ্ধে অভিযোগ ছিল, আন্তর্জাতিক দুটি ম্যাচ ও আইপিএলের একটি ম্যাচে ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও সেটা আইসিসির দুর্নীতি দমন বিভাগকে জানাননি। আনন্দ মিছিলে সাকিবের বাবা মাশরুর রেজা বলেন, 'সাকিব এতদিন বাংলাদেশ দলের বাইরে ছিল। তার শাস্তির মেয়াদ শেষ হয়েছে। সাকিব ভক্তরা সবাই খুব খুশি। এ খুশিতে সবাই আনন্দ-উলস্নাস করছে। আমি সাকিব ভক্তদের মিষ্টি মুখ করিয়েছি। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। সে যেন আগামী দিনগুলোতে আরও সুন্দরভাবে খেলতে পারে।' আবারও সাকিব মাঠে ফিরবেন এই খবরে নতুন করে উজ্জীবিত মাগুরাবাসী। প্রত্যাশা আবারও বিশ্বসেরার তালিকায় জায়গা করে নেবেন।