প্রস্তুতিতে ঘাটতি আছে তামিমের!

প্রকাশ | ১১ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
এশিয়া কাপ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন আরব আমিরাতে অবস্থান করলেও দলের অন্যতম সদস্য তামিম ইকবাল আর রুবেল হোসেন রয়ে গেছেন দেশেই। তারা যেতে পারেননি ভিসা জটিলতায়। জটিলতা কেটে গেলেই দলের সঙ্গে যোগ দেবেন দুজন। বিষয়টা নিয়ে তাই তেমন দুশ্চিন্তা নেই টাইগার শিবিরে। তবে নিজেকে নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন তামিম। অনুশীলনে আঙুলে চোট পাওয়ায় এই ওপেনারের প্রস্তুতিতে নাকি ঘাটতি রয়ে গেছে। তামিমের ভিসা হয়নি সোমবার বিকাল পযর্ন্তও। এদিনও তার যাওয়া হয়নি। যাত্রা পিছিয়ে যাওয়া মানে পিছিয়ে যাচ্ছে তার ব্যাটিংয়ে ফেরাও। চোটের অবস্থা বুঝতে হলেও ব্যাটিং অনুশীলন প্রয়োজন। বাধ্য হয়েই তাই সিদ্ধান্ত নিয়েছেন মঙ্গলবার সকালে ব্যাটিং অনুশীলন করবেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ব্যাটিংয়ের তাগিদ অনুভব করছেন আরেকটি কারণে। কোনো সিরিজ বা টুনাের্মন্টের আগে ব্যক্তিগত প্রস্তুতি তার কাছে খুব গুরুত্বপূণর্। সেই তামিম ব্যাট হাতে নেননি দুই সপ্তাহ পেরিয়ে গেছে। সবশেষ ব্যাটিং অনুশীলন করেছেন গত ২৫ আগস্ট। ২৭ আগস্ট থেকে শুরু হয় টাইগারদের এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্প। শুরুতে ছিল ফিটনেস ট্রেনিং। এরপর স্কিল ট্রেনিং। সেটা শুরুর আগেই তামিম চোট পান আঙুলে। এরপর ব্যক্তিগত জরুরি প্রয়োজনে গিয়েছিলেন সিঙ্গাপুর। সেখানেই স্ক্যান করিয়ে জানতে পারেন আঙুলে হালকা চিড়। দেশে ফেরার পরও তাই শুরু করতে পারেননি ব্যাটিং। ভেবেছিলেন দলের সঙ্গে দুবাইয়ে গিয়ে ফিজিওর সঙ্গে কথা বলে ব্যাটিং শুরু করবেন। কিন্তু ভিসা জটিলতায় দলের সঙ্গে যেতে না পারায় তামিম হতাশার কথা জানিয়েছেন গণমাধ্যমকে, ‘আশা করছি, এশিয়া কাপের প্রথম ম্যাচে খেলতে পারব। আমি এখন বেশি ভাবছি অনুশীলন নিয়ে। অনেকদিন হয়ে গেল ব্যাটিং করি না। জানি না কি অবস্থায় আছি। তাছাড়া আঙুলে কতটা লাগছে, কতটা পারছি, এসব জানতে হলেও তো ব্যাট করা প্রয়োজন। সময়মতো যেতে না পারায় বেশ ঝামেলা হয়ে গেল। ফিজিওর সঙ্গে কথা বলে মঙ্গলবার মিরপুরেই ব্যাটিং করব। এ ছাড়া তো উপায় নেই।’ ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ দলের প্রথম ম্যাচ। এই কদিনে তামিমের আঙুলের অবস্থা আরও কিছুটা ভালো হবে বলে আশা করছে দল। তার আঙুল নিয়ে মূল শঙ্কা ফিল্ডিংয়ে। তাই অন্তত প্রথম দুই ম্যাচে তাকে ফিল্ডিংয়ের সময় মাঠে যতটা সম্ভব আড়াল করে রাখার কথা ভাবছে দল।