সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১১ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
সেরেনার ওপর জরিমানার খড়্গ ক্রীড়া ডেস্ক ইউএস ওপেনের ফাইনাল চলাকালীন আচরণবিধি লঙ্ঘন করেন মাকির্ন কৃষ্ণকলি সেরেনা উইলিয়ামস। এই কারণে ইউনাইটেড স্টেটস টেনিস অ্যাসোসিয়েশন (ইউএসটিএ) ১৭ হাজার ডলার জরিমানা করেছে তাকে। ইউএস ওপেনের রানাসর্আপ হওয়ায় ১.৮৫ মিলিয়ন ডলার প্রাইজমানি জিতেছেন ২৩টি গ্র্যান্ড ¯øামের মালকিন। সেখান থেকেই জরিমানার অথর্ কেটে নেয়া হবে বলে জানিয়েছে ইউএসটিএ। শনিবার ইউএস ওপেনের ফাইনালে জাপানের নাওমি ওসাকার কাছে হেরে যান ২৩ গ্র্যান্ড ¯øামজয়ী সেরেনা। ওই ম্যাচের দ্বিতীয় সেট চলাকালীন ফিল্ডে কোচের থেকে ‘পরামশর্’ নেয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। প্রথমে তাকে সতকর্ করা হয়। পুনরায় একই কাজ করায় পেনাল্টি পয়েন্ট দেয়া হয় নাওমিকে। এরপর মেজাজ হারিয়ে আম্পায়ারকে একহাত নেন সেরেনা। তাকে ‘চোর’ ও ‘মিথ্যুক’ বলে সম্বোধন করেন। এছাড়া আম্পায়ারের বিরুদ্ধে লিঙ্গবৈষ্যমের অভিযোগ তোলেন এই সুপারস্টার। ওই ঘটনা জাপানের হয়ে নাওমির প্রথম গ্র্যান্ড ¯øামের জয়ের কীতিের্ক ছাড়িয়ে যায়। শিগগিরই ডাগআউটে ফিরছেন জিদান ক্রীড়া ডেস্ক হোসে মরিনহোর ঘুম নিশ্চয়ই এখন হারাম হয়ে যাবে! বেশ কিছুদিন ধরেই ইংলিশ গণমাধ্যমে একটা গুঞ্জন ভেসে বেড়াচ্ছে- তাকে সরিয়ে জিনেদিন জিদানকে কোচের দায়িত্ব দিতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড। এবার জিদান ঘোষণা দিলেন- শিগগিরই ডাগআউটে ফিরছেন তিনি। মরিনহোর অধীনে গত দুই মৌসুমে উল্লেখযোগ্য কিছু জেতেনি ক্লাবটি। কাজেই এটা অনুমিত যে, এবার ক্লাব কতাের্দর প্রত্যাশা পূরণ না হলে চাকরিটা আর থাকবে পতুির্গজ কোচের। এমনকি মৌসুমের মাঝপথেও বরখাস্ত হতে পারেন তিনি। সেক্ষেত্রে তার স্থলাভিষিক্ত হবেন জিদান। রিয়াল মাদ্রিদকে টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর পর নিজ থেকেই কোচের চাকরি ছেড়ে দেন এই ফরাসি। এরপর আর কোথাও যোগদান করেননি। হয়তো বড় কোনো ক্লাবের প্রস্তাবের অপেক্ষায় রয়েছেন। সেই ক্লাবটি ম্যানইউ না তো? ফরাসি দৈনিক লে’কিপ অবশ্য ইতোমধ্যেই দাবি তুলেছে, ম্যানইউই জিদানের পরবতীর্ গন্তব্য। ইংলিশ জায়ান্টদের সঙ্গে প্রাথমিক কথাও নাকি সেরে ফেলেছেন তিনি। এবার ইংলিশ দৈনিক দ্য মিরর গুঞ্জনে নতুন মাত্রা যোগ করল। তাদের দাবি, জিদান শুধু ওল্ড ট্রাফোডের্ আসছেনই না, সঙ্গে নিয়ে আসছেন টনি ক্রুস, হামেস রদ্রিগেজ, থিয়াগো আলকানতারা আর এডিনসন কাভানির মতো ফুটবলারদেরও। স্যার আলেক্স ফাগুর্সনের অবসরের পর চার-পঁাচ বছর ধরে উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছে দলটা। ভালো মানের ফুটবলারের অভাবে নগর প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি, চেলসি, টটেনহামের মতো দলগুলোর সঙ্গে শিরোপাযুদ্ধে টিকতে পারছে না। ফলে জিদান যদি ক্রুস-কাভানিদের ওল্ড ট্রাফোডের্ নিয়ে আসতে পারেন তবে সেটি মঙ্গলজনকই হবে। ম্যানইউতে যোগদানের বিষয়ে এখন পযর্ন্ত জিদান নিজে অবশ্য কোনো মন্তব্য করেননি। তবে কোচিংয়ে যে ফিরছেন সেটা জানিয়ে রাখলেন। স্প্যানিশ গণমাধ্যম টিভিইকে সাবেক রিয়াল কোচ বলেছেন, ‘হ্যঁা, নিশ্চিতভাবেই। শিগগিরই আমি ট্রেনিংয়ে (কোচিং) ফিরব। কারণ এই কাজটা করতেই আমি ভালোবাসি এবং সারাজীবন এটাই করে এসেছি।’ ২০১৬ সালে মৌসুমের মাঝপথে রাফা বেনিতেজের বিদায়ের পর রিয়ালের দায়িত্ব নেন জিদান। ধীরে ধীরে তিনি গড়ে তোলেন অসাধারণ এক দল। আড়াই মৌসুমে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জিতে যারা ইতিহাস গড়ে। শুধু তাই নয়, জিদানের অধীনে রিয়াল জিতেছেন লা লিগা, ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার আর ক্লাব বিশ্বকাপও।