জয়ের পর পগবাদের উৎসব

প্রকাশ | ১১ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
রাশিয়া বিশ্বকাপ জেতার পর ইতোমধ্যেই একটা ম্যাচ খেলে ফেলেছে ফ্রান্স। তবে জামাির্নর বিপক্ষে ওই ম্যাচটা ছিল বালিের্ন। পগবা-গ্রিজম্যানদের জন্য তাই অপেক্ষায় ছিলেন ঘরের মাঠের দশর্করা। রোববার শেষ হলো তাদের অপেক্ষার প্রহর। স্টাডে ডি ফ্রান্সে উয়েফা নেশন্স লিগের ম্যাচে বিশ্বকাপজয়ীরা নামল হল্যান্ডের বিপক্ষে। ম্যাচটিতে কিলিয়ান এমবাপে আর অলিভার জিরুর গোলে ২-১ ব্যবধানে জিতেছে ফ্রান্স। এরপর ট্রফি নিয়ে ভক্ত-সমথর্কদের সঙ্গে আনন্দ উৎসবে মাতেন ফরাসি ফুটবলাররা। ফ্রান্স-হল্যান্ডের ম্যাচে কানায় কানায় পূণর্ ছিল গ্যালারি। খেলা শুরু হওয়ার আগে রাশিয়ার সুখস্মৃতির চুম্বক অংশ দেখানো হয় দশর্কদের। পগবা-এমবাপেদের পারফরম্যান্সও বেশ উপভোগ করেছেন তারা। আগের ম্যাচে জামাির্নর বিপক্ষে গোলশূন্য ড্র করলেও হল্যান্ডের বিপক্ষে ১৪ মিনিটেই এগিয়ে যায় ফ্রান্স। হল্যান্ডের প্রোমেন্স হেড দিয়ে বল বাড়িয়েছিলেন সতীথের্র দিকে। কিন্তু মাঝে এসে বলের দখল নেন বেøইস মাতুইদি। ফঁাকায় থাকা এমবাপেকে পাস দেন তিনি। নিখুঁত ফিনিশিংয়ে জালে বড় জড়ান পিএসজি তারকা। দ্বিতীয়াধের্ সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে হল্যান্ড। গোলের দেখা পেয়েও যায় অতিথিরা। ডান দিকে সতীথর্ তেতের বাড়ানো বল ধরে ফ্রান্সের গোলরক্ষক আরেওলাকে পরাস্ত করেন রায়ান বাবেল। তবে মিনিট সাতেক বাদে জিরুর কল্যাণে আবারও এগিয়ে যায় ফ্রান্স। ১১ ম্যাচ পর অবশেষে জাতীয় দলের জাসিের্ত জালের দিশা পেলেন তিনি। বিশ্বকাপের সবকটি ম্যাচ খেললেও একবারের জন্য গোলমুখেও শট নিতে পারেননি এই জিরু। হল্যান্ডের বিপক্ষে গোলের সুবাদে ফ্রান্সের জাসিের্ত জিরুর গোলসংখ্যা দঁাড়াল ৩২। তাতে সবর্কালের সবোর্চ্চ গোলদাতার তালিকায় জিনেদিন জিদানকে পেছনে ঠেকে চারে উঠে গেলেন তিনি। কোচ দিদিয়ের দেশমও তার পারফরম্যান্সে খুশি। পুনমির্লনী উৎসবে পূণর্তা দিতে এই জয়টা গুরুত্বপূণর্ও ছিল বলে মনে করছেন তিনি, ‘জিরু গোল পাওয়ায় আমি আনন্দিত। স্ট্রাইকারদের একটা সময় যায় যখন তারা খুব বেশি গোল পায় না। সে আমাদের দলের কাযর্করী খেলোয়াড় এবং তার কল্যাণেই আজ আমরা জিতলাম। এমন একটা উৎসবমুখর পাটির্র জন্য জয়টা দরকারও ছিল।’ এদিকে, আন্তজাির্তক প্রীতি ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও পেরুকে ২-১ ব্যবধানে হারিয়েছে জামাির্ন।